আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান প্রদেশে এক ভয়াবহ সংঘর্ষে অন্তত ২০ সেনা নিহত হয়েছে। তবে আহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
জিজানের কৌশলগত জাবাল আদ-দাউদ শহরটি ইয়েমেনি বিদ্রোহী গেষ্ঠী আনসারুল্লাহ সমর্থক সেনারা দখল করে নেয়ার পর তা নিজেদের নিয়ন্ত্রণে নিতে গেলে ওই সংঘর্ষ হয়। শেষ পর্যন্ত শহরটি পুনঃদখলে ব্যর্থ হয়েছে সৌদি সেনারা।
ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে। এদিকে আরো কয়েকটি হামলার ঘটনা ঘটেছে।
আরবি ভাষার আল-মাসিরা টেলিভিশন জানিয়েছে, ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা জিজানের একটি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি।
ইয়েমেনের মা’রিব প্রদেশে সৌদি সেনাদের বিরুদ্ধে ইয়েমেনি স্থল সেনা অগ্রসর হয়েছে। এর পাশাপাশি পলাতক প্রেসিডেন্ট আব্দ রাবু মানসুর হাদির অনুগত গেরিলাদের ওপর অন্য এক হামলায় ছয়জন নিহত হয়েছে।
ইয়েমেনের বন্দরনগরী এডেনে এ ঘটনা ঘটে। একদল মুখোশধারী ব্যক্তি মানসুর হাদির সমর্থক গেরিলাদের অবস্থানে হামলা চালালে ওই ছয়জন মারা যায়।
১৩ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস