আন্তর্জাতিক ডেস্ক : বাসটিতে ৫০ জন যাত্রী নিয়ে ভারতের কোয়াবেদু থেকে কাঞ্চিপুরম রওনা দিয়েছিলেন বাস চালক সরবেশ বরণ। কিন্তু পথিমধ্যেই তিনি বুক ব্যথা অনুভব করেন। এ সময় চালক বুঝতে পারলেন বাসটি নিয়ে সামনে এগিয়ে যাওয়া ঠিক হবে না। তাই তিনি রাস্তার পাশে বাসটিকে সাইড করেন।
চালক বাসটি থেকে নেমে নিজেই হাসপাতালের দিকে পায়ে হেঁটে রওনা দেন। কিন্তু একটু যেতেই তিনি ঢলে পড়ের মৃত্যুর কোলে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার সময় মাদুরাভোয়াল মার্কেটের কাছে ঘটে এই মর্মান্তিক ঘটনা। ওই মার্কেটের সামনেই বাসটি দাঁড় করিয়ে দিয়েছিলেন চালক।
পুলিশ জানায়, সকাল ৮টা ২০তে ৫০ জন যাত্রীকে নিয়ে কোয়াবেদু থেকে বাসটি ছাড়ে। বাসটির চালক ছিলেন সরবেশবরণ। মিনিট দশেক পর মাদুরাভোয়াল মার্কেটের সামনে রাস্তার এক ধারে বাসটি দাঁড় করিয়ে, চালক কন্ডাক্টর ও যাত্রীদের বলেন, তার শরীর ভালো লাগছে না। স্টিয়ারিং ছেড়ে নিজেই বাস থেকে নেমে পড়েন। কাছকাছি হাসপাতালের উদ্দেশে পায়ে হেঁটেই রওনা দেন। তার সঙ্গে কয়েক জন যাত্রীও হাসপাতালে যাচ্ছিলেন। কিন্তু, কয়েক পা হাঁটার পরেই, মৃত্যুর কোলে ঢোলে পড়েন। হাসপাতাল পর্যন্ত তার আর যাওয়া হয়নি।
ডাক্তাররা জানিয়েছেন ম্যাসিভ হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে চালকের।
চালকের পরিবারের লোকজন হাসপাতালে না-আসা পর্যন্ত, ওই বাসের যাত্রীরা হাসপাতালেই অপেক্ষা করছিলেন।
ওভারটাইমের কারণেই চালকের মৃত্যু নাকি স্ট্রেস থেকে, পুলিশ তা অনুসন্ধান করে দেখছে।
১৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন