শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:১১:২৪

হাজার বছরের বিভেদ ভুলে দুই ধর্মগুরুর রুদ্ধদ্বার বৈঠক

হাজার বছরের বিভেদ ভুলে দুই ধর্মগুরুর রুদ্ধদ্বার বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক :  ১১ শতাব্দীতে খ্রিস্টধর্ম প্রাচ্য ও পাশ্চাত্য শাখায় বিভক্ত হয়ে পড়ে। এরপর হাজার বছর ধরে এই দুই শাখার মাঝে বিভেদ চলে আসছে। কিন্তু সেই দীর্ঘ দিনের জমে থাকা বরফ গলানোর উদ্যোগ নিলের দুই ধর্মগুরু।

রাশিয়ার কিউবার সনাতন খ্রিস্টান চার্চের প্রধান কিরিলের সঙ্গে দেখা করেছেন পোপ ফ্রান্সিস। এটাই কোনো পোপ ও রাশিয়ার সনাতন খ্রিস্টান ধর্মগুরুর প্রথম সাক্ষাৎ।

রাশিয়ান অর্থোডক্স চার্চ সূত্র বলছে, এই দুই ধর্মগুরুর রুদ্ধদ্বার বৈঠকে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় খ্রিস্টানদের নিপীড়নের বিষয়টি প্রাধান্য পাবে।

শুক্রবার মেক্সিকো যাওয়ার পথে পোপ ফ্রান্সিস কিউবার হাভানা এলাকার হোসে মার্তি আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতির সময় কিরিলের সঙ্গে বৈঠকে বসেছেন।

অন্যদিকে, কিউবা, ব্রাজিল ও প্যারাগুয়ের সফর করছেন  কিরিল। শুক্রবার বিমানবন্দরে দেখা হলে তারা একে অপরকে জড়িয়ে ধরে চুমু খান।
১৩ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে