শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:১৪:৫৭

অবশেষে অবসরে যাচ্ছে বিরাট

অবশেষে অবসরে যাচ্ছে বিরাট

আন্তর্জাতিক ডেস্ক : অবসর নিতে যাচ্ছে বিরাট! নানা, বিরাট কোহলির কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিরাটের কথা।

বিরাটের বয়স এখন ষাট ছুঁই ছুঁই। অবসর তো তাকে নিতেই হবে। ভারতীয় এই নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিরাটের এখন বিশ্রাম নেওয়ার পালা।

১৯৫৯ থেকে ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভূক্ত হয় বিরাট। যুদ্ধবিমান ওঠা-নামার উপযুক্ত যতগুলি যুদ্ধজাহাজ গোটা বিশ্বে এখন চলছে, তাদের মধ্যে প্রবীণতম ভারতীয় নৌবাহিনীর সদস্য আইএনএস-বিরাট।

দেশের হয়ে প্রায় ছ’দশক প্রতিনিধিত্ব করার পরে এবার অবসর। এত বছরে একবারই বড়সড় সমস্যায় পড়ে বিরাট। ১৯৯৩ সালে ইঞ্জিন রুমে জল ঢুকে যাওয়ায় প্রায় দু’বছর ধরে মেরামতি করতে হয়। এছাড়াও, কর্মক্ষমতা বাড়ানোর জন্য বেশ কয়েকবার সংস্কার হয়েছে বিরাটের।

‘প্রবীণ’ এই যুদ্ধ-জাহাজ শুক্রবারই পারাদ্বীপ বন্দরে পৌঁছেছে। এখন মূলতঃ শিক্ষামূলক প্রদর্শনীর জন্য বিরাটকে কাজে লাগানো হচ্ছে। পারাদ্বীপের পরে ওড়িশারই কাকিনাড়া বন্দর, চেন্নাই বন্দর হয়ে মুম্বই গিয়ে থামবে বিরাট। চাকরি জীবনে এটাই বিরাটের অন্তিমযাত্রা।

ভারতীয় নৌবাহিনী ইতিমধ্যেই বিরাটের অবসরজীবন নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে। এমনকি, অন্ধ্রপ্রদেশ সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে এই যুদ্ধজাহাজকে ৫০০ ঘর বিশিষ্ট একটি ভাসমান হোটেলে পরিণত করার প্রস্তাবও রয়েছে বলে নৌবাহিনী সূত্রে খবর।
১৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে