শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:২৯:১২

৩০ বছর পর স্মৃতিশক্তি ফিরে পেলেন তিনি

৩০ বছর পর স্মৃতিশক্তি ফিরে পেলেন তিনি

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার এডগার লাট্যুলিপ নিখোঁজ হয়েছিলেন ২১ বছরে বয়সে। সেসময় এক দূর্ঘটনার শিকার হয়ে স্মৃতিশক্তি হারান তিনি। এরপরই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তবে তিনি স্মৃতি ফিরে পেয়েছেন। কিন্ত এরই মাঝে চলে যায় ৩০টি বছর!

জানা যায়, অন্টারিও প্রদেশের প্রতিবন্ধী মানুষের একটি আশ্রম থেকে ১৯৮৬ সালে নিখোঁজ হন এডগার লাট্যুলিপ। তিনি একটি বাসে চড়েছিলেন। কিছুক্ষণ পর কোনোভাবে মাথায় আঘাত পান। পুলিশের ধারণা, ওই আঘাতেই তার স্মৃতি এলোমেলো হয়ে যায়।

এরপর ভিন্ন পরিচয়ে নায়াগ্রা এলাকায় বসবাস শুরু করেন লাট্যুলিপ। দীর্ঘদিন পর গত মাসে একদিন হঠাৎ অতীত মনে পড়ে যায় তার। একজন সমাজকর্মীকে বলেন সেই স্মৃতির কথা। ওই ব্যক্তিই খুঁজে বের করেন লাট্যুলিপ নামের এক নিখোঁজ যুবকের ব্যাপারে পুলিশি অনুসন্ধানের কথা। অবশেষে ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, এই সেই হারিয়ে যাওয়া লাট্যুলিপ।

নায়াগ্রা এলাকার পুলিশ কর্মী ফিলিপ গ্যাভিন বলেন, ‘আমি ১৮ বছর ধরে পুলিশে কাজ করছি। এ রকম নিখোঁজ মানুষের সন্ধান পাওয়ার কাহিনি টিভিতে দেখেছি। তবে নিজে এ রকম ঘটনার অংশ হলাম এবারই প্রথম। সত্যিই এটা বিরল ঘটনা।’

এডগার লাট্যুলিপের মা অটোয়ার বাসিন্দা সিলভিয়া উইলসন বলেন, খবরটা পেয়ে তিনি ‘আনন্দে ভেসে গিয়েছিলেন’। বড় সন্তান এডগারকে দেখার জন্য উন্মুখ হয়ে আছেন তিনি।
১৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে