আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামাকে নিয়ে রীতিমতো বিবাদে জড়িয়ে পড়েছেন ডেমোক্রেট মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটন এবং বার্নি স্যান্ডার্স।
শুক্রবার আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, বৃহস্পতিবার স্থানীয় সংবাদমাধ্যম 'পিবিএস আওয়ার' আয়োজিত বিতর্কে দুইজনই ওবামার সঙ্গে যার যার ব্যক্তিগত সম্পর্ক ভালো বলে দাবি করেন। প্রার্থিতা বাছাইয়ের জন্য নিউ হ্যাম্পশায়ারে প্রাক-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর এটিই তাদের প্রথম বিতর্ক।
আইওয়া ককাস এবং নিউহ্যাম্পশায়ার প্রাইমারির পর এবার নেভাদা এবং সাউথ ক্যারোলিনার জন্য প্রার্থিতার লড়াইয়ে মাঠে রয়েছেন হিলারি এবং স্যান্ডার্স। এ দুই অঙ্গরাজ্যে সংখ্যালঘু জনগোষ্ঠীর বসবাস সবচেয়ে বেশি। আর সংখ্যালঘু ভোটারদের কাছে দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। সেই জনপ্রিয়তাকে কাজে লাগাতেই এবারের বিতর্কে প্রাধান্য পেয়েছে ওবামা প্রসঙ্গ।
পিবিএস নিউজ আওয়ার বিতর্কে অংশ নিয়ে হিলারি বারবার ওবামার সঙ্গে তার দৃঢ় সম্পর্কের কথা বলেন। নির্বাচনী প্রচারণায় বারাক ওবামার সমালোচনার জন্য স্যান্ডার্সকে আক্রমণ করে হিলারি বলেন, 'এ ধরনের সমালোচনা আমি সিনেটর স্যান্ডার্সের কাছ থেকে আশা করি না। এ ধরনের সমালোচনা রিপাবলিকানরা করতে পারেন।'
ওবামা তার কৃতিত্বের যথাযথ স্বীকৃতি পাননি দাবি করে তিনি বলেন, 'ওবামাকে দুর্বল আর হতাশাদায়ক উল্লেখ করে তার পাশে দাঁড়াননি স্যান্ডার্স। অপরদিকে, তার জবাবে স্যান্ডার্স বলেন, 'আমি সাত বছর ধরে ওবামার সঙ্গে কাজ করেছি। ওবামা আর আমি ভালো বন্ধু। আমি প্রেসিডেন্ট ওবামার সমর্থক নই, এ কথা বলাটা ভুল।' হিলারি একবার ওবামার বিপক্ষে প্রার্থী ছিলেন মনে করিয়ে দিয়ে স্যান্ডার্স বলেন, 'আমাদের দুজনের একজন ওবামার বিপক্ষে প্রার্থী হয়েছিলাম। আর সে ব্যক্তি আমি নই।'
পিবিএস নিউজ আওয়ারের ওই বিতর্কে নিউ হ্যাম্পশায়ারে বাজিমাত করা স্যান্ডার্স স্বাস্থ্য-সুবিধা বিষয়ে কথা বলেন। এটি মানুষের মৌলিক অধিকার, উল্লেখ করে স্যান্ডার্স জানান, স্বাস্থ্য-সুবিধা নিশ্চিত করতে জীবনভর লড়াই করেছেন তিনি। ভবিষ্যতেও তা চালিয়ে যাবেন বলেও ওই সময় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
১৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন