আন্তর্জাতিক ডেস্ক : ইসলামাবাদ থেকে অপহৃত হলেন আফগানিস্তানের সাবেক গভর্নর সাঈদ ফাজলুল্লাহ ওয়াহিদি। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটলেও আজ শনিবার সকালে এই বিষয়টি প্রকাশ করে পাকিস্তান পুলিশ। তবে এই অপহরণের পিছনে কাদের হাত রয়েছে, তা এখনো পর্যন্ত জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় নাতির সঙ্গে রেস্টুরেন্টে যাচ্ছিলেন আফগানিস্তানের হিরাট প্রদেশের সাবেক গভর্নর সাঈদ ফাজলুল্লাহ ওয়াহিদি। বাজারের মধ্য দিয়ে যাওয়ার সময় অজ্ঞাতপরিচয় কয়েকজন ওয়াহিদিকে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার পর তার নাতি পুরো বিষয়টি জানিয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে। যদিও এরপর ২৪ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। কিন্তু ওয়াহিদি বা তার অপহরণকারীদের কোনো খোঁজ এখনো মেলেনি।
তবে ওয়াহিদিকে অপহরণের পিছনে তালিবানদের হাত থাকতে পারে বলে প্রাথমিক অনুমান। কেননা যে এলাকা থেকে ওয়াহিদিকে অপহরণ করা হয়েছে, সেই এলাকায় সবসময় কড়া নিরাপত্তা মোতায়েন থাকে এবং অপরাধের সংখ্যাও খুব কম। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন ইসলামাবাদ পুলিশের মুখপাত্র জিয়া-উল-কুয়ামার।
১৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই