আন্তর্জাতিক ডেস্ক : একে তো প্রেমে প্রত্যাখ্যান, তার ওপর প্রেয়সীর প্রেমিকের কাছে লড়াইয়ে হার। পর পর দু’টি আঘাত। এ অবস্থায় কি কেউ স্বাভাবিক থাকতে পারে? সে মানুষ হোক আর প্রাণীই হোক।
এমন অবস্থায় আপনি যা করতেন হাতিটিও তাই করেছে। দক্ষিণ চীনের সংরক্ষিত বনাঞ্চলের ওই বাসিন্দাও। প্রবল রাগে, দুঃখে একের এক গাড়ি গোদা পায়ে ভেঙে, তুবড়ে দিয়েছে সে।
সে মানে হাতি। চীনের সরকারি সূত্রের খবর, প্রেম নিবেদন করতে গিয়েছিল সে এক হস্তিনীকে। প্রথমত হস্তিনী পাত্তাই দেয়নি। উল্টে তার ঢাল হয়ে সামনে দাঁড়িয়েছে আর এক পুরুষ হাতি। সেই হাতির সঙ্গে এঁটে উঠতে না পেরে মঞ্চ থুড়ি জঙ্গলের ওই এলাকা ছেড়ে ভগ্ন হৃদয়ে ফিরতে হয়েছে তাকে।
এমন হার তো সহজে হজম করা যায় না। গায়ের জ্বালা মেটাতে তাই হাতিটি সংরক্ষিত বনাঞ্চল ছেড়ে আচমকাই বেড়িয়ে আসে। তারপর লাগোয়া পার্কিং প্লেসে দাঁড়িয়ে থাকা গাড়ি একের পর এক ভাঙতে থাকে৷ ১৫টা গাড়ি ভেঙে তার রাগ খানিক কমে৷ সে ফিরে যায় আবার তার ডেরায়।
তবে রাগ হলেও, সে কিন্তু কোনও মানুষের দিকে তেড়ে যায়নি৷ কারও ক্ষতি করেনি।
১৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস