আন্তর্জাতিক ডেস্ক : দুইটি গ্রামে ব্যাপক তাণ্ডব চালিয়েছে জঙ্গিরা। এতে এখন পর্যন্ত অন্তত ৩০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া বহু লোক আহত হয়েছেন বলে জানিয়েছে একাবাসী। তারা গ্রামবাসীর ওপর নির্বিচারে গুলি চালায় ও ছুরি দিয়ে আঘাত করে জঙ্গিরা।
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় ইয়াকশিয়ার ও কাচিফা এলাকায় এই তাণ্ডব চালিয়েছে জঙ্গি সংগঠন বোকো হারাম। শুক্র ও শনিবার জঙ্গি সংগঠনটির সদস্যরা হামলা চালায়।
শুধু তাই নয়, এ সময় বোকো হারাম সদস্যরা গ্রামবাসীর অনেক মূল্যবান জিনিস ও গৃহপালিত পশু লুটে নেয়। দুটি গ্রামে হামলার পেছনে সংগঠনটির একই সদস্যরা জড়িত বলেও জানা গেছে।
২০০৯ সাল থেকে নাইজেরিয়ায় উত্থানের পর জঙ্গি সংগঠনটি দেশটিতে অন্তত ১৭,০০০ মানুষকে হত্যা করেছে। এছাড়া তাদের তাণ্ডব থেকে বাঁচতে অন্তত ২৬ লাখ মানুষ ঘর ছেড়ে পালিয়েছে।
১৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস