আন্তর্জাতিক ডেস্ক : মিয়ারমারে ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনায় ৬০০ বাড়ি পুড়ে গেছে। দেশটির দক্ষিণাঞ্চলের তানিনথারি অঞ্চলে এ আগুন লাগে। খবর বার্তা সংস্থা আইএএনএস।
স্থানীয় পুলিশ জানিয়েছে, শনিবার রাতে একটি শিশু মোমবাতি নিয়ে খেলা করছিল এবং সেখান থেকেই আগুনের সূত্রপাত। দুর্গম ওই গ্রামে ফায়ার ইঞ্জিন নিয়ে যাওয়া সম্ভব না হওয়ায় এই আগুন নেভাতে অগ্নি নির্বাপক কর্মীরা পানির পাম্প দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছেন।
এই আগুনে প্রায় সাড়ে সাত কোটি কিয়াট বা ছয় লাখ ডলারের মত ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে বাড়িঘর হারানো ব্যক্তিদের পার্শ্ববর্তী গ্রামে সাময়িকভাবে আশ্রয় দেয়া হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ত্রাণ সরবরাহ করা হচ্ছে।
১৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন