রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০১:৫০:২৫

ফের ভূমিকম্প, কেঁপে উঠল নিউজিল্যান্ড

ফের ভূমিকম্প, কেঁপে উঠল নিউজিল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক : এবার ৫.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ নগরীতে। রোববারের এ ভূমিকম্পনের পর দেশটির ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা জিওনেট সাইন্স ভূমিকম্পে সৃষ্ট ‘তীব্র এই কম্পনের’ পর পরবর্তী কম্পন হতে পারে বলে সতর্ক বার্তা দিয়েছেন।
 
এটি নগরী থেকে ১৭ কিলোমিটার পশ্চিমে ও ৮ কিলোমিটার গভীরে আঘাত হানে। তবে তাতক্ষণিকভাবে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলীয় এই দ্বীপ নগরীতে সম্ভবত সাইরেনের শব্দ শোনা গেছে এবং নগরীর অন্তত একটি ভবন থেকে মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
 
সমুদ্র উপকূলবর্তী শহর সামনারের একটি কফি শপের ব্যবস্থাপক জেনি ক্রেক্স জানিয়েছেন, ভূমিকম্পের ফলে সৃষ্ট কম্পনে তার দোকানের জিনিসপত্র পড়ে ভেঙ্গে গেছে।

তিনি বলেন, ভূমিকম্পের সময় সবাই আতঙ্কিত হয়ে পড়েন। আমরা সবাই দৌড়ে রাস্তায় বেরিয়ে আসি।
 
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ৬.৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের ৫ম বার্ষিকীর মাত্র এক সপ্তাহ আগে ভূমিকম্পটি হল। নিউজিল্যান্ডের ভয়াবহতম ওই প্রাকৃতিক দুর্যোগে ১৮৫ জন প্রাণ হারায়।  
১৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে