আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে জঙ্গি হামলায় নিহতদের বার্ষিক পরিসংখ্যান প্রকাশ করেছে জাতিসংঘ। তাদের এ প্রতিবেদন থেকে জানা গেছে, গত ২০১৫ সালে আফগানিস্তানে ১১ হাজার ২জন হতাহত হয়ছে। এরমধ্যে অনেক শিশুও রয়েছে।
জানা যায়, ২০১৫ সালে দেশটিতে ১১ হাজার ২ জন বেসামরিক নাগরিক হতাহত হয়। ২০১৪ সালের তুলনায় এই হার ৪ শতাংশ বেশি।
জাতিসংঘ বার্ষিক প্রতিবেদনে বলছে, হতাহতের মধ্যে ৩ হাজার ৫৪৫ জনের গুরুতর আঘাত রয়েছে। হতাহতদের মধ্যে প্রতি চারজনে একজন শিশু, প্রতি ১০ জনে একজন নারী। দেশটিতে নিযুক্ত জাতিসংঘের বিশেষ প্রতিনিধি নিকোলাস হ্যাসম বলেন, হতাহতের এই সংখ্যা খুবই বেদনাদায়ক।
১৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন