রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:৫১:২৩

‘তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা’!

‘তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা’!

আন্তর্জাতিক ডেস্ক : আইএস ধ্বংসের নামে সিরিয়ায় ফের শক্তিশালী বোমারু বিমান পাঠাচ্ছে সৌদি আরব৷ শনিবার এমনই অভিযোগের কাথা জানিয়েছে সিরিয়া৷ যদিও, সৌদি আরব কটি বিমান পাঠাচ্ছে তা এখনো জানা সম্ভব হয়নি৷ ব্রিটেনের একটি দৈনিক জানিয়েছে, এরইমধ্যে সৌদি আরব সিরিয়ায় শতাধিক জঙ্গি-বিমান পাঠিয়েছে।

জানা গিয়েছে, সিরিয়ায় সম্ভাব্য স্থল অভিযানকে সামনে রেখে সৌদি আরব জঙ্গি-বিমান পাঠাচ্ছে। তবে, প্রয়োজন হলে তুরস্ক সৌদি আরবের সঙ্গে মিলে সিরিয়ায় স্থল অভিযান শুরু করতে পারে। মনে করা হচ্ছে, এমনটা হলে পরিস্থিতি আরো জটিল আকার নিতে পারে৷ ধ্বংস হতে পারে সিরিয়ার বেশ কয়েকটি এলাকা৷ বড় ধরনের যুদ্ধ শুরু হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। কারণ, রাশিয়া আগেই বলেছে, সৌদি আরব সেনাবাহিনী পাঠালে সেটা হবে বড় ভুল৷ সৌদির বিরুদ্ধে পালটা যুদ্ধ ঘোষণা করবে রাশিয়া৷

এই বিষয়ে সিরিয়াও জানিয়েছে, বিনা অনুমতিতে সৌদি আরব সেনাবাহিনী পাঠালে তাদেরকে কফিনে করে ফেরত পাঠানো হবে। গত কয়েক মাস ধরে তুরস্কের সঙ্গে রাশিয়ার সম্পর্কে ব্যাপক টানাপড়েন চলছে। শুক্রবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টোন কার্টার বলেছেন, সৌদি আরব সিরিয়ায় আরো সেনাবাহিনী পাঠাবে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আজ-জুবায়ের জানিয়েছেন, সিরিয়ায় রুশ সামরিক অভিযান প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতায় রাখতে সাহায্য করবে না। তিনি জার্মান পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে আরো বলেছেন, ভবিষ্যতে সিরিয়ায় বাশার আসাদ থাকবেন না।

ফলে, সিরিয়া নিয়ে পরোক্ষ ভাবে রাশিয়া ও আমেরিকার মধ্যে ফের দ্বন্দ্বের সম্ভবতারও ইঙ্গিত পেতে শুরু করেছেন আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকরা৷
১৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে