আন্তর্জাতিক ডেস্ক : জাপান ও ইরানের মধ্যে বিমান চালুর বিষয়ে টোকিওর সঙ্গে আলোচনা শুরু করে দিল তেহরান। ইরানের জাতীয় বিমান সংস্থা ইরান এয়ারসহ আরো কয়েকটি এয়ারলাইন্স ইতিমধ্যে এই আলোচনা চালাচ্ছে। ইরান এয়ার চাইছে-তেহরান ও টোকিও’র নারিতা বিমানবন্দরের মধ্যে সপ্তাহে অন্তত একটি ফ্লাইট চালু হোক। পরমাণু ইস্যুতে ২০১২ সালে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর ইরান জাপানের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেয়।
জানা যায়, আগামী বছরের শুরুর দিকে দুই দেশের মধ্যে ফের ফ্লাইট চালু হতে পারে। তবে, আশা করা হচ্ছে শিগগিরি দুপক্ষ একটি চুক্তিতে পৌঁছাবে যার আওতায় দুই দেশের মধ্যে সরাসরি বিমানের ফ্লাইট চালু হবে এবং ইরানের কয়েকটি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করবে। তবে এ বিষয়ে এখনো কোনো কিছু চূড়ান্ত হয় নি। ১৯৮০ সালে ইরানে সরাসরি বিমানের ফ্লাইট পাঠানো স্থগিত করে দেয় জাপান।
১৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই