আন্তর্জাতিক ডেস্ক : আজান নিষিদ্ধের দাবী জানানোর অভিযোগে এক পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আসাম রাজ্যের পুলিশ কর্মকর্তা অঞ্জন বোরা সম্প্রতি তার ফেসবুক একাউন্টের মাধ্যমে এ দাবী জানান।
শুধু তাই নয়, ফেসবুকে অঞ্জন মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে আজান নিষিদ্ধের প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি অনেক মুসলিম সংখ্যালঘুকে হত্যা করেছেন বলেও জানান। উদাহরণ হিসেবে রফিকুল ইসলাম নামে আসামের এক কংগ্রেস কর্মীর কথা উল্লেখ করেন তিনি। অঞ্জন বোরা আসামের কারবি আংলং জেলার উপ-পুলিশ সুপার (ডিএসপি)। ফেসবুকে তার অনেক বন্ধু এবং অনুসারী আছে।
ডিএসপি অঞ্জন তার ফেসবুকে পোস্টে আরো লিখেন, ‘জয় শ্রী রাম, জয় হিন্দুস্তান, জয় জয় শ্রী রাম, জয় হিন্দুভূমি। আমাদের একটি মুসলিম-মুক্ত হিন্দুস্তানে বাস করা উচিত।’
ফেসবুকে তার এ পোস্টের পরপরই সারা আসাম জুড়ে বিক্ষোভের সৃষ্টি হয়। অনেকে তাকে গ্রেপ্তার এবং চাকরি থেকে বরখাস্তের দাবি করেন। আসামে সংখ্যালঘু ছাত্রদের সংগঠন বোরোল্যান্ড মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়নের প্রচার সম্পাদক কে আলি অঞ্জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এছাড়া ওই ডিএসপির বিরুদ্ধে আরো কয়েকটি মামলা করার সিদ্ধান্ত নেয় সংগঠনটি।
১৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন