রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:৫৯:০২

তাইওয়ানে ভেঙে পড়া ভবনের নিচ থেকে উদ্ধার ১১৫ টি দেহ

তাইওয়ানে ভেঙে পড়া ভবনের নিচ থেকে উদ্ধার ১১৫ টি দেহ

আন্তর্জাতিক ডেস্ক : গত শনিবার শক্তিশালী ভূমিকম্পে কেঁফে উঠল তাইওয়ান। আর এই কম্পনের ফলে ১৭ তলা একটি ভবন ধসে মাটির সাথে মিসে গিয়েছে। কম্পটির মাত্রা রিখটার স্কেলে ৬.৭। এ ঘটনায় এখন পর্যন্ত ১৭৫ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে বলে খবর পাওয়া গেছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভূমিকম্পে ভেঙে পড়া সেই বহুতলের ধ্বংসাবশেষ থেকে আজ উদ্ধার করা হয় ১১৫ টি মৃতদেহ। জানা যায়, এই ভবনটিতে মোট ৩২৭ জন লোক বাস করত। ভেঙে পড়া ভবনের নিচ থেকে এখন পর্যন্ত ১৭৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বাকিদের খোঁজ এখনো পাওয়া যায়নি।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনো প্রায় ৩০ জন নিখোঁজ রয়েছেন। তবে সেখানে আর কারো বেঁচে থাকার আশা ক্ষীণ। এই ভূমিকম্পে দুইজন ছাড়া সবাই গোল্ডেন ড্রাগন অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স নামের ওই ১৭ তলা ভবন বিধ্বস্ত হয়ে মারা গেছেন।

শুক্রবার তাইওয়ানে ভূমিকম্পে মৃত্যুবরণকারী ও নিখোঁজদের স্মরণে এক অনুষ্ঠানে অংশ নিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট।

তবে ইতোমধ্যে বিধ্বস্ত ভবনের নির্মাণকারী (ডেভেলপার) প্রতিষ্ঠানের প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভবনটি ধসের জন্য নির্মাণজনিত ত্রুটিকে দায়ী করার পর তাকে গ্রেপ্তার করা হয়।
১৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে