আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাইকে নিয়ে নিন্দা প্রকাশ করছে দেশটির এটি টিভি চ্যানেল। প্রকাশ্যে শিশু অধিকার কর্মী মালালা ও তার পরিবারের নামে অপমানজনক মন্তব্য করেছে দেশটির টেলিভিশন চ্যানেল ওয়াচডগ। চ্যানেলের একটি শোতে এই ধরণের আলোচনা করা হয় বলে জানা যায়। যা ঘৃণার পর্যায়ে পড়ে বলে অনেকেই মন্তব্য করেছেন।
পাক ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি(পিইএমআরএ) জানিয়েছে, মালালার বিরুদ্ধে অশোভন এবং অভদ্র ভাষা ব্যবহার করা হয়েছে ওই শো-এ। পর্যবেক্ষণকারী সংস্থার দাবি, চ্যানেলটিতে মালালা-কে বিশ্বাসঘাতক, ধর্মদ্রোহী বলা হয়েছে। যা মালালার জন্য অত্যন্ত বিপজ্জনক। টিভি চ্যানেলটি এমন কিছু সম্প্রচার করেছে, যা মালালার জীবনে বিপদ ডেকে আনতে পারে।
নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, কারোর সম্পর্কে এমন মন্তব্য করা কোনো টিভি উপস্থাপক বা অনুষ্ঠানে অংশগ্রহণকারীর কাজ নয়।-এপিবি আনন্দ
১৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই