রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৪৮:০৬

ইরান-সৌদির মধ্যস্থতায় সুইজারল্যাণ্ড

ইরান-সৌদির মধ্যস্থতায় সুইজারল্যাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের পক্ষে ইরানে কনস্যুলার অর্থাৎ ভিসা ও ভ্রমণ বিষয়ক সেবা দেবে সুইজারল্যান্ড। সম্প্রতি সৌদি এক শিয়ার নেতার শিরোচ্ছেদ এবং প্রতিক্রিয়ায় তেহরানে সৌদি দূতাবাসে আগুন দেয়ার কারণে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক বর্তমানে বিচ্ছিন্ন। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

কিন্তু হজ-উমরাহ পালনে যাতে ইরানিরা আসতে পারে, সেজন্যই সৌদি আরবের পক্ষে কাজ করার সুইজারল্যান্ডের এক প্রস্তাব গ্রহণ করেছে সৌদি সরকার।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদের আল জুবের আজ (রোববার) জানিয়েছেন সৌদি আরবের পক্ষে ইরানে কিছু কূটনৈতিক কাজ করতে সুইজারল্যান্ড প্রস্তাব দিয়েছে। 'আমরা সেই প্রস্তাব সানন্দে গ্রহণ করেছি।'

তবে ইরানের সাথে বিরোধ মেটাতে সুইজারল্যান্ডের মধ্যস্থতা করার সম্ভাবনা নাকচ করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

ওদিকে, ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে সৌদি আরবে ইরানের কিছু কূটনৈতিক কর্মকাণ্ড দেখার এক প্রস্তাব সুইজারল্যান্ড তেহরানকেও দিয়েছে। অন্য দেশের হয়ে কাজ করার অভিজ্ঞতা সুইজারল্যান্ডের রয়েছে।

তেহরানে বহুদিন ধরে যুক্তরাষ্ট্রের কোনো দুতাবাস নেই। যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ হয়ে ইরানে মার্কিন নাগরিকদের কনস্যুলার সুবিধে দেয় সুইজারল্যান্ড ।
১৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে