রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৫৮:৪৭

মোদির ‘মেক ইন ইন্ডিয়া’র মঞ্চে ভয়াবহ আগুন

মোদির ‘মেক ইন ইন্ডিয়া’র মঞ্চে ভয়াবহ আগুন

আন্তর্জাতিক ডেস্ক : রাত সাড়ে ৮টার সময়। মুম্বইতে ‘মেক ইন ইন্ডিয়ার’ অনুষ্ঠান চলাকালীন মঞ্চে আচমকাই ভয়াবহ আগুন লাগল। একটুর জন্য বিপদের হাত থেকে রক্ষা পেলেন তারকারা। দুর্ঘটনার প্রায় পাঁচ মিনিট আগে মঞ্চে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, আমির খান, হেমা মালিনী, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীস-সহ অনেকে। ছিলেন প্রিয়াঙ্কা চোপড়াও। উপস্থিত ছিলেন একাধিক দেশের প্রতিনিধি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত কালই এই অনুষ্ঠানের উদ্বোধন করেছেন।

মঞ্চে অনুষ্ঠান চলছিল। এর মধ্যেই দাউদাউ করে জ্বলে ওঠে মঞ্চের একাংশ। কিভাবে আগুন লাগল, তা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীস। তিনি বলেছেন, ‘১৪ টি ইঞ্জিন, ১০ টি পানির ট্যাঙ্ক নিয়ে আধ ঘণ্টার চেষ্টায় দমকলবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। অনুষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। তবে কেউ হতাহত হননি।’

প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান শর্ট সার্কিট থেকেই এই দুর্ঘটনা। আগুন লাগার পরেই বাইরে বের করে আনা হয় দর্শকদের। উপস্থিত ভিআইপিদের তড়িঘড়ি গেট দিয়ে বের করে নিয়ে আসা হয়। দুর্ঘটনার সময়ে অনুষ্ঠানস্থলে ভিআইপিদের মধ্যে উপস্থিত ছিলেন আমির খানও। সময়মতো সকলকে নিরাপদ স্থানে বের করে নিয়ে আসা সম্ভব হয়। অনুষ্ঠান পরিচালনা করছিলেন বিবেক ওবেরয়। মঞ্চ খালি করার কাজে তিনিও যোগ দেন।
১৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে