আন্তর্জাতিক ডেস্ক : ১০৬ বছর পরে ফের জলে ভাসতে চলেছে টাইটানিক। তবে এবার টাইটানিক-২ নামে। ২০১৮–য় পূর্ব চীনের জিয়াংশু থেকে দুবাই যাওয়ার কথা।
অস্ট্রেলিয়ান ধনকুবের ক্লাইভ পামারের সংস্থা ব্লু স্টারলাইন তৈরি করেছে জাহাজটি। দেখতে অনেকটা প্রথম টাইটানিকের মতোই হচ্ছে। পাশাপাশি, ৮৮২ ফুট লম্বা, ১০০ ফুট চওড়া এই জাহাজটিতে থাকছে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা। খরচ পড়ছে ৩০০ মিলিয়ন পাউন্ড।
প্রসঙ্গত উল্লেখ্য, ১৯১২ সালের ১৫ এপ্রিল ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্ক যাওয়ার পথে হিমশৈলে ধাক্কা লেগে ডুবে গিয়েছিল টাইটানিক। পরে সেই কাহিনী নির্মিত হয় একটি হলিউড সিনেমা। যা সমগ্র বিশ্বে তুমুল জনপ্রিয়তা পায়।
১৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস