আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার নির্দেশের অপেক্ষার রয়েছে সৌদি আরব। নির্দেশ পেলেই দেশটির জঙ্গিবিমান ও সেনারা হামলা শুরু করবে। মার্কিন নেতৃত্বাধীন জোটের ইচ্ছাকে অনুসরণ করবে সৌদি আরব। এ কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের।
তিনি জানান, সিরিয়ায় স্পেশাল ফোর্স মোতায়েনের বিষয়টি সৌদি আরবের নয়, মার্কিন সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
জার্মানির মিউনিখ শহর থেকে দেশে ফিরে রাজধানী রিয়াদে এক সংবাদ সম্মেলনে আদেল এসব কথা বলেন। তিনি বলেন, সেনা মোতায়েনের সময় এবং সংখ্যা নিয়ে এখনো কাজ করতে হবে। তবে এসব বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
এর আগে শুক্রবার আদেল আল-জুবায়ের আমেরিকার টেলিভিশন চ্যানেল সিএনএন-কে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, যদি মার্কিন নেতৃত্বাধীন জোট সিরিয়ায় সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নেয় তাহলে রিয়াদ সে জোটের অধীনে স্পেশাল ফোর্স পাঠাবে। এরইমধ্যে সৌদি আরব সিরিয়ায় অভিযান চালানোর প্রস্তুতি হিসেবে তুরস্কের ইনজারলিক বিমাঘাঁটিতে জঙ্গিবিমান পাঠিয়েছে।
১৫ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস