সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:৩৮:৩২

আসাদকে টেনে হিঁচড়ে নামানোর ঘোষণা সৌদির, তুরস্কের হামলা শুরু

আসাদকে টেনে হিঁচড়ে নামানোর ঘোষণা সৌদির, তুরস্কের হামলা শুরু

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় সব রাজনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের কপালে দুঃখ আছে। তাকে ক্ষমতা ছাড়তেই হবে। প্রয়োজনে শক্তি প্রয়োগ করে টেনে হিঁচড়ে আসাদকে ক্ষমতা থেকে নামানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের স্পষ্ট করে জানিয়েছেন, আসাদকে জোর করে ক্ষমতা থেকে নামানো হবে। বাশার আসাদ দুর্বল হয়ে পড়েছেন এবং তিনি শেষ হয়ে গেছেন।

মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন-কে দেয়া সাক্ষাৎকারে তিনি আরো জানান, সৌদি আরব সিরিয়ায় স্থল সেনা মোতায়েন করতে যাচ্ছে তবে তা শুধু মার্কিন নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবেই করা হবে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, বাশার আল-আসাদ ক্ষমতা ছাড়বেন -তাতে কোনো সন্দেহ নেই। হয় তিনি রাজনৈতিক প্রক্রিয়ায় ক্ষমতা ছাড়বেন না হয় তাকে ক্ষমতা থেকে জোর করে সরানো হবে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, রাজনৈতিক প্রক্রিয়া যাতে ভালোভাবে কাজ করে সেজন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব কিন্তু তা যদি কাজ না করে তাহলে জোর করে নামানো হবে।

তিনি তার ভাষায় বলেন, সিরিয়া সরকার ও তার মিত্রদের একগুঁয়েমির কারণে এ ব্যবস্থা নেয়া হবে। সিরিয়া সংকট অবসানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় যখন যুদ্ধবিরতির বিষয়ে একমত হয়েছে তখন সৌদি আরব সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদকে ক্ষমতা থেকে জোর করে নামানোর হুমকি দিচ্ছে।

এদিকে সিরিয়ার কুর্দি এলাকায় বোমাবর্ষণ শুরু করেছে তুরস্ক। দেশটির সেনাবাহিনী সিরিয়ার আলেপ্পো প্রদেশের সীমান্তবর্তী এলাকায় সিরিয়ার ডেমোক্র্যাটিক ইউনিয়ন পার্টি বা পিওয়াইডি’র কুর্দি যোদ্ধাদের অবস্থানে হামলা করে। তা এখনো অব্যাহত রয়েছে।  

তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলুর খবরে বলা হয়েছে- আজাজ শহরের পাশপাশে কুর্দি যোদ্ধাদের অবস্থানে তুর্কি সেনাবাহিনী গোলাবর্ষণ করছে। তুরস্ক বলছে, সিরিয়ার কুর্দি যোদ্ধাদের সঙ্গে তুরস্কের পিকেকে গেরিলাদের সম্পর্ক রয়েছে।

তবে এই হামলা বন্ধে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স। প্যারিস বলেছে, তুর্কি বোমাবর্ষণে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পরিস্থিতি আরো খারাপ হবে।

বিবৃতিতে ফরাসি মন্ত্রণালয় বলেছে, আমরা সিরিয়া ও তার মিত্র এবং কুর্দি এলাকায় তুর্কি সরকারের সব ধরনের বোমাবর্ষণ বন্ধের জন্য আহ্বান জানাচ্ছি।
১৫ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে