সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:৪৭:৪৫

চালু হচ্ছে বুলেট ট্রেন, খরচা ৯,৮০০ কোটি টাকা

চালু হচ্ছে বুলেট ট্রেন, খরচা ৯,৮০০ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মুম্বাই থেকে আহমেদাবাদ পর্যন্ত চালু করা হচ্ছে বুলেট ট্রেন। আর এই ট্রেন চালু করতে দেশটির রেলওয়ে কর্তৃপক্ষ বিনোয়োগ করবেন ৯,৮০০ কোটি টাকা। জানা গেছে, ট্রেনটি ঘন্টায় ছুটবে ৩০০ থেকে ৩৫০ কিলোমিটার গতিতে।

রবিবার মেক ইন ইন্ডিয়া সপ্তাহের দ্বিতীয় দিনে মুম্বাইয়ে একথা জানান রেল বোর্ডের চেয়ারম্যান একে মিত্তল। তিনি জানিয়েছেন, মোট খরচের ৮১ শতাংশ ০.১ শতাংশ হারে ৫০ বছরের জন্য ঋণ দেবে জাপান ইনভেস্টমেন্ট কো-অপারেশন এজেন্সি বা জাইকা। বিনিময়ে প্রকল্পের ২০ শতাংশ প্র‌যুক্তি কিনতে হবে জাপান থেকে। ‌যদিও তা ভারতেই তৈরি করবে জাপান।

রেল বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, মুম্বাইয়ে বুলেট ট্রেনের স্টেশন হবে বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সে। ওই জায়গায় ইতিমধ্যে ফিনান্সিয়াল কমপ্লেক্স তৈরির পরিকল্পনা রয়েছে সরকারের। তাই মাটির নীচে তৈরি হবে তিন তলা স্টেশন। স্টেশন তৈরির জন্য মাটির ওপরে ‌যে সামান্য জমির প্রয়োজন হবে তা দেড় বছরের মধ্যেই অধিগ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি। পাঁচ বছরের মধ্যে শেষ হবে গোটা প্রকল্পের কাজ।
১৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে