আন্তর্জাতিক ডেস্ক : সেপ্টেম্বর আসতে বাকি দুই মাসেরও কম সময়। তবে সেপ্টেম্বর সামনে রেখে এখন থেকেই উন্মাদনা তৈরি হয়েছে আইফোনপ্রেমীদের মধ্যে। কারণ সাধারণত বছরের এ সময়েই আইফোনের নতুন সংস্করণের উন্মোচন করে নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল।
কোম্পানির মর্জির যদি পরিবর্তন না হয়, তবে আইফোনের এই নতুন সংস্করণের নাম হতে যাচ্ছে আইফোন সিক্সটিন। অতীতের ধারাবাহিকতা আভাস দেয় এমনটাই।
এদিকে নতুন এই আইফোন উন্মোচনের সময় যত এগিয়ে আসছে, ততই উন্মাদনা বাড়ছে অ্যাপলভক্তদের মাঝে। আইফোনের এই নতুন সংস্করণে নতুন কী কী প্রযুক্তি থাকবে, সে ব্যাপারে নানা পূর্বাভাস ইতোমধ্যেই আলোচিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে।
আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী, আইফোন ফিফটিনের লাইনআপের মতোই আইফোন সিক্সটিনও পাওয়া যাবে আইফোন সিক্সটিন, আইফোন সিক্সটিন প্লাস, আইফোন সিক্সটন প্রো এবং আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এই চারটি ভিন্ন ভিন্ন কনফিগারেশনে।
স্ক্রিনের আকৃতিতেও কিছুটা পরিবর্তন দেখা যেতে পারে আইফোনের প্রো মডেলটিতে। সিক্সটিনের এই প্রো ডিভাইসটির স্ক্রিন হতে যাচ্ছে এ যাবতকালের আইফোনের এই মডেলের সবচেয়ে বড় স্ক্রিন, বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এমনটাই জানাচ্ছে বিজনেস ইনসাইডার।
আইফোন ফিফটিন প্রোর স্ক্রিন ৬.১ ইঞ্চি যেখানে আইফোন সিক্সটিন প্রোর স্ক্রিন হতে যাচ্ছে ৬.৩ ইঞ্চি। পাশাপাশি স্ক্রিনের আকৃতি বাড়ছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সেরও। সর্বশেষ সংস্করণের ৬.৭ ইঞ্চির বদলে নতুন সংস্করণের প্রো ম্যাক্সের স্ক্রিন হতে যাচ্ছে ৬.৯ ইঞ্চি। তবে আইফোন সিক্সটিন ও আইফোন সিক্সটিন প্লাস মডেলের স্ক্রিনের আকৃতি আগের সাইজেই থাকবে বলে ধারণা করা হচ্ছে।
চমক থাকছে আইফো সিক্সটিনের ক্যামেরাতেও। আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ও আইফোন সিক্সটিন প্রো উভয় মডেলের ক্যামেরাতেই থাকছে টেট্রাপ্রিজম জুম লেনস। আগের সংস্করণে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স মডেলে বাড়তি জুমের চাহিদা মেটাতে ফাইভএক্স টেট্রাপ্রিজম জুম লেনস থাকলেও আইফোন ফিফটিন প্রো মডেলে ছিল তাদের স্ট্যান্ডার্ড থ্রিএক্স জুম লেন্স।
সফটওয়্যারেও চমক থাকবে আইফোন সিক্সটিনে। গত জুনের ১০ তারিখে অ্যাপলের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্সে উন্মোচিত কোম্পানির নতুন অপারেটিং সিস্টেম আইওএস ১৮। এই সফটওয়ারেই পরিচালিত হবে আইফোন সিক্সটিন। যদিও অ্যাপলের পুরনো মডেলের ফোনগুলোও আইওএস ১৮- এর সাপোর্ট পাওয়ার সুযোগ পাবে, তবে শুধু আইফোন ফিফটিন প্রো এবং তার পরবর্তী সংস্করণের ফোনেই অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্বলিত ফিচার অ্যাপল এআই বা অ্যাপল ইন্টেলিজেন্সের সাপোর্ট পাওয়া যাবে।
পাশাপাশি আইওএস ১৮ থাকায় আইফোন সিক্সটিন ব্যবহারকারীরা নেটওয়ার্কের বাইরে থাকা সত্ত্বেও স্যাটেলাইট সংযোগ ব্যবহার করে মেসেজ পাঠাতে পারবেন। অবশ্য আইওএস১৮ দ্বারা পরিচালিত আইফোন ফিফটিন ও ফোরটিন মডেলের স্মার্টফোন থেকেও একই সুবিধা পাবেন ব্যবহারকারীরা। কারণ এই মডেলের ডিভাইসগুলোতেও স্যাটেলাইটের মাধ্যমে মেসেজ পাঠানোর প্রয়োজনীয় প্রযুক্তি সংযোজিত রয়েছে।