সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:৩২:৪৭

বিবাহিত এক নারীকে লেখা পোপের গোপন চিঠি ফাঁস

বিবাহিত এক নারীকে লেখা পোপের গোপন চিঠি ফাঁস

আন্তর্জাতিক ডেস্ক : প্রয়াত দ্বিতীয় পোপ জন পল ও বিবাহিত এক নারীর মধ্যে আদান প্রদান হওয়া কয়েকশো চিঠি খুঁজে পেওয়া গিয়েছে। চিঠিগুলো আবেগপ্রবণ এক গভীর সম্পর্কের ধারনা দেয় বলে সংবাদদাতারা বলছেন। পোল্যান্ডের বংশোদ্ভূত আমেরিকান দর্শনবীদ আনা তেরেসা তিমিনিয়েত্স্কার সাথে তার এই চিঠি আদান প্রদান শুরু হয় সেই ১৯৭৩ সালে। তখনো পোপ নির্বাচিত হননি তিনি। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

মিজ তিমিনিয়েত্স্কা একটি বই সম্পর্কে প্রথম যোগাযোগ করেন ভবিষ্যৎ পোপের সাথে। তখন তিনি ছিলেন কার্ডিনাল ক্যারোল উইত্তেভা। এর পর থেকে তাদের নিয়মিত যোগাযোগ ছিলো। এমন প্রায় কয়েকশো মতো চিঠি পোল্যান্ডের জাতিয় লাইব্রেরিতে লুকানো ছিলো।

এসব চিঠিতে ফুটে উঠেছে বিভিন্ন সময়ে আনা তেরেসা তিমিনিয়েত্স্কার পোপের সাথে অবকাশ যাপন করেছেন। ক্যাম্পিং ও স্কি ট্রিপে অংশ নিয়েছেন। বিরল কয়েকটি ছবিতে দুজনকে দেখা যাচ্ছে তাবুর সামনে।

১৯৭৮ সালে পোপ নির্বাচিত হওয়ার পর দীর্ঘদিন টিকে ছিলো তাদের বন্ধুত্ব। কিন্তু পোপ জন পল কখনো তার সাথে একান্তে মিলিত হয়েছেন কিনা সেটি এসব চিঠিতে পরিষ্কার নয়।
১৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে