আন্তর্জাতিক ডেস্ক : লন্ডনের হিথরো বিমান বন্দর থেকে নিউ ইয়র্ক যাওয়ার কথা ছিল বিমানটির। সেই মতো রানওয়ে থেকে টেকওফ নেয়ারও প্রস্তুতি সেরে ফেলেছিলেন পাইলট। কিন্তু হঠাত করেই ককপিটে বসে থাকা সহকারী পাইলটের চোখে এসে পড়লো লেজার রশ্মি! লেজার রশ্মির শক্তি এতটাই ছিল যে সঙ্গে সঙ্গে পাইলটের চোখে শুরু হয়ে যায় যন্ত্রণা। আর তাই সাথে সাথে বিমানটিকে ফের ফিরিয়ে নিয়ে আসা হয়।
ওই ফ্লাইটে থাকা ২৫২ জনের মতো যাত্রী সবাই নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কোথা থেকে এই লেজার বিম আলোটি আসলো? এখন তাই এই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। গত বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত আমেরিকায় বিমানের উপর লেজার তাক করার চারশোর বেশি ঘটনা ঘটেছে। ফলে এবারও একই ঘটনায় কার্যত দিশেহারা পরিস্থিতি পাইলটদের।
মূলত বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় লেজার। চিকিৎসা হোক কিংবা সেনাবাহিনীর কোন টার্গেট! এহেন একাধিক কাজে লেজার ব্যবহার করা হয়। কিন্তু বিমানের দিকে তাক করা একোন ধরণের লেজার! সেটাই এখন খুঁজতে ব্যস্ত তদন্তকারীরা।
১৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই