সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:০০:২৯

ইরাক যুদ্ধ ভুল ছিল : ডোনাল্ড ট্রাম্প

ইরাক যুদ্ধ ভুল ছিল : ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : এক সময় ইরাক নীতির কারণে জনপ্রিয়তা খুইয়ে প্রেসিডেন্ট পদ থেকে সরে যেতে হয়েছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশকে। আজ সেই নীতি নিয়ে এবার ভুল স্বীকার করতে শোনা গেল বুশেরই দল অর্থাৎ রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীর মুখে।

আমেরিকা অনেক ভুল করেছে, ইরাক যুদ্ধ তারই একটা— রিপাবলিকানদের বিতর্কে এমনটাই দাবি করলেন রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি সমালোচনা করলেন বর্তমান প্রেসিডেন্টেরও। বললেন, ‘যুদ্ধ হল। পুরো দক্ষিণ-পশ্চিম এশিয়াকে আমরা পঙ্গু করে দিলাম।’ যুদ্ধের প্রভাব থেকে বেরিয়ে পথটা ঠিক ছিল না, এই অভিযোগে ট্রাম্প দুষলেন বারাক ওবামাকেও।
 
সাউথ ক্যারোলাইনার গ্রিনভিলে রিপাবলিকানদের বিতর্কে দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং জেব বুশের কথার লড়াইয়ে উঠে এল ইরাকে আগ্রাসন এবং ৯/১১-র প্রসঙ্গ। জেব বুশ আক্রমণাত্মক ট্রাম্পকে পাত্তাই দিলেন না। ভাই জর্জ বুশের পক্ষ নিয়ে।
 
জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ট্রাম্পের পর্যবেক্ষণের তুলোধনা করেন বুশ। সিরিয়ায় আইএস জঙ্গিদের নিয়ন্ত্রণে রাশিয়ার ভূমিকা ইতিবাচক বলে মত ট্রাম্পের। বুশ বলেন, ‘এটা হাস্যকর।’ ট্রাম্প বলেন, ‘জেব ভুল বলছেন। আগে আইএস নিয়ন্ত্রণ করতে হবে।’ ‘ইরাক যুদ্ধ নিয়ে সাবেক প্রেসিডেন্ট বুশের ইমপিচমেন্ট হলে তাতে আমার সমর্থন থাকত’।

নিজের অতীত এমন মন্তব্যের সমর্থনে ট্রাম্প বিতর্কে বলেন, ‘সে সময় মার্কিন প্রশাসন দেশকে ভুল পথে চালিত করেছিল। ইরাকে গণবিধ্বংসী অস্ত্র আছে দাবি করে অভিযানের পরে দেখা গেল কিছুই নেই। সেই ভুল মানতে বুশ নেন পাঁচ দিন।’ ফের ট্রাম্প বলেন, ‘জর্জ বুশের আমলেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভেঙে পড়েছিল।’
১৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে