সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:৩৩:১৪

শিক্ষকের ভুলে পাকিস্তানি তরুণীর আত্মহত্যা

শিক্ষকের ভুলে পাকিস্তানি তরুণীর আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক : ইন্টারমেডিয়েট পরীক্ষায় অংশ নিতে না পারায় সাকিবা কাকার নামের এক ১৭ বছরের তরুণী আত্মহত্যা করেছেন। শুক্রবার পাকিস্তানের বেলুচিস্তান রাজ্যের কিল্লাল সাইফুল্লাহ জেলায় ঘটে এ ঘটনা।

এ ঘটনায় দেশটির মুখ্যমন্ত্রী নওয়াব সানাউল্লাহ তদন্তের নির্দেশ দিয়েছেন। আত্মহননকারী ওই ছাত্রী রাজ্যের মুসলিম বাগ এলাকার গভার্নমেন্ট গার্লস ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

জানা গেছে, কলেজে কোনো মেয়ে শিক্ষক না থাকায় ছাত্রীদের ক্লাস বাতিল ঘোষণা করেছিলেন ওই কলেজের প্রিন্সিপ্যাল আবিদা গাউস। যদিও কলেজের ছাত্রীরা ছেলে শিক্ষকের কাছেই পড়তে রাজি ছিলেন।

প্রিন্সিপ্যালের এই সিদ্ধান্তের বিরুদ্ধে গতবছর কোয়েটা প্রেসক্লাবের বাইরে বিক্ষোভে সাকিবাসহ আরো ১৩ জন ছাত্রী অংশ নেন। দীর্ঘ ছয় মাস ধরে চলে তাদের ওই আন্দোলন। কিন্তু টনক নড়েনি কলেজ কর্তৃপক্ষের। উপরন্তু শিক্ষা অধিকারের জন্য আন্দোলন করায় এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ওই ছাত্রীদের অংশগ্রহণ করতে না দেয়ার সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ। লিখিতভাব ক্ষমা চাওয়ার পর সাকিবা ছাড়া বাকিদের পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দিতে রাজি হন প্রিন্সিপাল আবিদা। এই দুঃখে শুক্রবার আত্মহত্যা করেন সাকিবা।
১৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে