আন্তর্জাতিক ডেস্ক : এই প্রথম কি মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি হতে চলেছেন কোনো ভারতীয় বংশোদ্ভূত! এমনই জল্পনা শোনা যাচ্ছে। শুধু জল্পনাই নয়, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নিজেই নাকি শ্রীকান্থ শ্রীনিবাসনকে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে বসাতে আগ্রহী। শ্রীকান্থ শ্রীনিবাসনের ( ৪৮) বাড়ি ভারতের চণ্ডীগড়ে।
জানা গিয়েছে, গত শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি অ্যানজটোনিন স্ক্যালিয়ার মৃত্যু হয়। তার জায়গায় ভারতীয় বংশোদ্ভূত শ্রীকান্থ শ্রীনিবাসনকে বসানোর চিন্তা-ভাবনা করছে মার্কিন প্রশাসন। বিচারপতি স্ক্যালিয়ার স্থলাভিষিক্ত করার জন্য ৪৮ জনের একটি তালিকা করা হয়েছে। সেই তালিকার শীর্ষে রয়েছে শ্রীকান্থ শ্রীনিবাসনের নাম। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নাকি স্ক্যালিয়ার উত্তরসূরী হিসাবে শ্রীকান্থ শ্রীনিবাসনকে সাংবিধানিক দায়িত্ব দেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
শ্রীকান্থ শ্রীনিবাসন বর্তমানে আমেরিকার নাগরিক হলেও তার জন্ম ভারতের পশ্চিমি শহর চন্ডীগড়ে। যদিও তার পৈতৃক ভিটে ছিল তামিলনাড়ুর তিরুনেলভেলির এক ছোট্ট গ্রামে। শ্রীনিবাসনের বাবা কানাস বিশ্ববিদ্যালয়ের গনিতের অধ্যক্ষ ছিলেন। সেই সূত্রেই শ্রীনিবাসনের ভারত ছেড়ে বিদেশে পাড়ি দেয়া। তারপর আমেরিকাতেই তার পড়াশোনা এবং কর্মজীবনের শুরু। ছোট থেকেই বাস্কেট বল খেলায় দক্ষ ছিলেন শ্রীনিবাসন। এই সূত্র ধরেই ২০১২ সালেই তিনি ওবামার নজর কাড়েন।
তারপর ২০১৩ সালের ২৪ মে আমেরিকার প্রিন্সিপাল ডেপুটি সলিসিটার জেনারেল থেকে কলম্বিয়া জেলা আদালতের বিচারক হিসাবে দায়িত্ব পান তিনি। বারাক ওবামাই তাকে নিয়োগ করেন। এবার সুপ্রিম কোর্টের বিচারপতির আসনে এই চন্ডীগড়ের ছেলেকে বসাতে উৎসুক মার্কিন প্রেসিডেন্ট। এর আগে কোনো ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার শীর্ষ আদালতের বিচারপতি হননি।
১৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই