সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:৫৮:২২

শাহরুখ খানের ছবি দেখে তরুণীর প্রেমে তরুণ

 শাহরুখ খানের ছবি দেখে তরুণীর প্রেমে তরুণ

আন্তর্জাতিক ডেস্ক : শাহরুখ খানের ফিল্ম ডর দেখে অনুপ্রেরণা জাগে তরুণের।  এরপরই হঠাত্‍‌ ভালোবেসে ফেলা মেয়েটির মন জয়ের চেষ্টা শুরু হয় তার।  এক বছর ধরে মেয়েটিকে অনুসরণ করেন তিনি।  অবশেষে অপহরণ।  স্ন্যাপডিলের এক্সিকিউটিভ দীপ্তি সারনার রহস্যজনক অপহরণ কাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর পুলিশের জিজ্ঞাসাবাদে এ কথাই জানান অভিযুক্ত।

এ ঘটনায় সোমবার ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  মূল অভিযুক্তের বিরুদ্ধে এর আগে প্রায় ৩০টিরও বেশি মামলা দায়ের রয়েছে।  ২০১৪ সালে আদালতে শুনানি চলাকালীন সোনপত পুলিশ হেফাজত থেকে পালিয়েছিলেন তিনি।  তার সাত মাস পর রাজীব চক মেট্রোস্টেশনে সরনাকে দেখে তার প্রেমে পড়ে যায়।

পুলিশ জানিয়েছে, বলিউডের মুভি ডরের দ্বারা বিশেষভাবে অনুপ্রাণিত অভিযুক্ত।  ডরে একটি মহিলার প্রতি আচ্ছন্ন ও এককাট্টা হিসেবে দেখানো হয়েছে শাহরুখ খানকে।  জেলে থাকাকালীন অভিযুক্ত অ্যাডল্ফ হিটলারের মেইন ক্যাম্ফও পড়েছেন এবং হিটলার ও ইভা ব্রাউনের সম্পর্কের প্রতি অনুপ্রাণিত হয়েছেন।

সারনার প্রেমে পড়ার পর থেকেই তাকে অনুসরণ করতে শুরু করে অভিযুক্ত। সারনার অটো রিকশায় বাড়ি ফেরা দেখে দুটো অটো কিনে ফেলেন তিনি। উদ্দেশ্য ছিল অপহরণ।  কিন্তু গাজিয়াবাদের মেট্রো স্টেশন থেকে সারনা সবসময় এমন অটোয় উঠতেন, যেখানে আরো দু-একজন সহযাত্রী থাকতেন। ফলে সুবিধা করতে পারছিলেন না অভিযুক্ত।

অবশেষে তার সহযোগীদের নিয়ে ১০ ফেব্রুয়ারি সারনার অটোটি পাংচার করায়।  এরপর তাদের অটোটি এনে পাংচার হওয়া অটোর সামনে দাঁড় করায়।  সেখানে দুটো সিট খালি আছে দেখে, তাড়াহুড়োর কারণে সারনা ও আর এক মহিলা যাত্রী উঠে পড়েন অভিযুক্তের অটোয়।

তখনই ছুরি বের করে ভয় দেখিয়ে অন্য যাত্রীকে নামিয়ে দেয়া হয়। এরপর সারনা চিত্‍‌কার শুরু করলে তার মাথায় বন্দুক ঠেকিয়ে অটো দ্রুতগতিতে ছুটে চলে।  মাঝপথে অটোটি বিকল হয়ে পড়লে অভিযুক্তরা সারনার মোবাইল ফোনটি ছুড়ে ফেলে দিয়ে একটি নির্মীয়মান বাংলোয় নিয়ে যাওয়া হয় সারনাকে।

সারনার বয়ান সঠিক কি না তা নিয়ে পুলিশের এতদিন সন্দেহ থাকলেও এসএসপি ধর্মেন্দ্র সিং সোমবার সারনাকে ক্লিনচিট দিয়ে জানিয়েছেন, সারনার বয়ান একদম সঠিক ছিল।  অভিযুক্ত ডরের শাহরুখের মতোই সাইকোপ্যাথ।  অপহরণ করলেও সারনার কোনো ক্ষতি করা হয়নি।  তাকে সুস্থভাবেই ফিরিয়ে দেয়া হয়েছে।  টাইমস অব ইন্ডিয়া
১৫ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে