আন্তর্জাতিক ডেস্ক : একের পর এক ঘটনা ঘটিয়ে বরাবরই সংবাদের শিরোনামে থেকেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। এবারও শোনা গেলো মহাকাশে আরো উপগ্রহ পাঠানোর পরিকল্পনা করছেন তিনি। গত সপ্তাহে দেশটির দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে যখন পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তৎপর ঠিক তখনই তিনি জানিয়েছে, উত্তর কোরিয়া মহাকাশে আরো উপগ্রহ পাঠাবে।
সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সঙ্গে জড়িত উত্তর কোরিয়ার বিজ্ঞানী- প্রযুক্তিবিদ এবং কর্মকর্তাদের সম্মানে আয়োজিত এক ভোজ সভায়র আজ এ ঘোষণা দিয়েছেন তিনি। গত সপ্তাহের উৎক্ষেপণ সম্পর্কে তিনি বলেন, ‘যখন শত্রুরা রক্তচক্ষু দেখাচ্ছে এবং উত্তর কোরিয়ার গলায় ফাঁস দিতে চাইছে তখন এ সিদ্ধান্ত নিয়েছে। কারো রক্তচক্ষুকে উত্তর কোরিয়া ভয় পায়না’।
কিম জং-উন বলেন, ‘বিজ্ঞানীদের কঠোর পরিশ্রম এবং ঘামই ছিল রকেটের প্রধান চালিকা শক্তি’। এ সফলতাকে কাজে লাগিয়ে তিনি আরো উপগ্রহ পাঠানোর আহ্বান জানান।
১৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই