সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:১৪:৫৩

পাকিস্তানে পাস হলো হিন্দু বিবাহ আইন

পাকিস্তানে পাস হলো হিন্দু বিবাহ আইন

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে এই প্রথমবার হিন্দুদের রেজিস্ট্রি বিয়েকে আইনি ভাবে বৈধতা দেয়া হলো। সোমবার পাকিস্তানের সিন্ধু সংসদে আনুষ্ঠানিক ভাবে পাস হলো হিন্দু ম্যারেজ বিল। গোটা দেশের মধ্যে একমাত্র সিন্ধু প্রদেশই সংখ্যালঘু হিন্দুদের বিয়ে রেজিস্ট্রি করার আইনি অধিকার দিল। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

সসংদীয় মন্ত্রী নিসার খুহরো জানান, পাকিস্তান তৈরি হওয়ার পর এই প্রথম এ ধরনের কোনো আইন পাস হলো। যে সিন্ধু সংসদ এই আইনটি পাশ করেছে, সেই প্রদেশে হিন্দুরাই কিন্তু সংখ্যাগুরু।

পাকিস্তানের জাতীয় সংসদীয় প্যানেল গত সপ্তাহেই হিন্দু ম্যারেজ রেজিস্ট্রি সংক্রান্ত খসড়ার অনুমোদন দেয়। ফলে, রেজিস্ট্রি ম্যারেজের পাশাপাশি হিন্দুদের এবার আইনি ভাবে বিবাহবিচ্ছেদ করতে পারবে।

এই বিলে ন্যূনতম ১৮ বছর বয়সে বিয়ের অধিকার দেয়া হয়েছে। বিলে উল্লেখ করা হয়, পাত্র ও পাত্রী দু-জনের সম্মতি থাকলে, তবেই রেজিস্ট্রি করা যাবে। সেসময় কমপক্ষে দু-জন সাক্ষীর উপস্থিত থাকা বাধ্যতামূলক।
১৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে