সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:৫৬:০৩

গাড়ি চালানো এক ঘাতক মায়ের অজানা কাহিনী

গাড়ি চালানো এক ঘাতক মায়ের অজানা কাহিনী

আন্তর্জাতিক ডেস্ক : জীবনে প্রথমবার গাড়ি চালানো এক ঘাতক মায়ের কাহিনী, শুনলে গা শিউরে উঠবে।  তিনি নিজেও স্থির থাকতে পারেননি।
শখ ছিল গাড়ি চালানোর।  ওই মহিলা প্রথমবার গাড়ি চালানো শিখলেন।

গাড়িটা তাদের পরিবারেরই।  অনেকদিন ধরেই বাড়িতে রয়েছে।  কিন্তু তার গাড়িটা চালানো শেখা হয়নি এতদিন।  ভদ্রমহিলার বয়স বছর ৩৪।  তাই এবার শখ হয়েছিল যে, গাড়ি চালানোটা এবার শিখে নেবেন।  কখন কী কাজে লাগে।

দুই সন্তানের মা তাই বসেছিলেন নিজের গাড়িতে।  হাতে ছিল স্টিয়ারিং।  এ দুনিয়াকে দেখিয়ে দিতে চেয়েছিলেন তিনি।   চালানো শুরু করেন গাড়ি।  মাত্র কিছুটা দূরে গিয়েই তিনি বোঝেন, গাড়ির নিচে চাপা পড়েছে কেউ।  

ভয়ে কাঁপতে কাঁপতে গাড়ি থেকে বেরিয়েই নিচে তাকান ভদ্রমহিলা।  তার নাম লিন্ডসে টার্নার।  শিউরে ওঠেন তিন বছরের ফুটফুটে এক ছেলের নিথর শরীরটা দেখে।  

এ যে তার নিজের সন্তান লিয়াম।  জীবনে প্রথমবার গাড়িচালকের আসনে বসে হারালেন তিন বছরের বড় আদরের সন্তানকে।  অসহায় এখন টার্নার। বলছেন, আর কখনো গাড়ি চালানো তো দূরের কথা, গাড়িতে বসবেনও না।
১৫ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে