আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন নিরাপত্তা কো-অপারেশন এজেন্সি বা ডিএসসিএ বলেছে, জাতীয় স্বার্থেই পাকিস্তানের কাছে আটটি এফ-১৬ জঙ্গিবিমান বিক্রি করা হচ্ছে। রেডিও পাকিস্তানের খবর অনুযায়ী, মার্কিন কংগ্রেসকে এ কথা জানিয়েছে ডিএসসিএ। পাকিস্তানের কাছে এফ-১৬ বিক্রির ফলে এ অঞ্চলে সামরিক ভারসাম্য নষ্ট হবে বলে ভারত যে দাবি করেছে তাও নাকচ করে দিয়েছে ডিএসসিএ। সংস্থাটি গত ১১ ফেব্রুয়ারি কংগ্রেসকে এ বিষয়ে অবহিত করে।
এজেন্সি এক বিবৃতিতে বলেছে, 'পাকিস্তানের কাছে এসব এফ-১৬ জঙ্গিবিমান ও সংশ্লিষ্ট সরঞ্জামাদি বিক্রি করে আমেরিকা তার পররাষ্ট্রনীতির সম্ভাব্য লক্ষ্যগুলো অর্জন করবে এবং কৌশলগত অংশীদার হিসেবে দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের নিরাপত্তা বাড়বে। এছাড়া, এসব জঙ্গিবিমানের কারণে দক্ষিণ এশিয়ায় সামরিক ক্ষেত্রে ভারসাম্যের মৌলিক কোনো পরিবর্তন হবে না বলেও দাবি করেছে ডিএসসিএ।
পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে- মার্কিন কংগ্রেসকে সন্তুষ্ট করতে ডিএসসিএ’র তরফ থেকে এ সার্টিফিকেট প্রয়োজন ছিল, কারণ ভারতীয় লবি সেখানে তৎপর রয়েছে।- রেডিও তেহরান
১৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই