আন্তর্জাতিক ডেস্ক : স্বচ্ছ ভারত অভিযানের অধীনে স্বচ্ছ সর্বেক্ষণ ২০১৬ নামে একটি সমীক্ষা চালানো হয় ভারতের বিভিন্ন শহরগুলিতে। পরিকাঠামো, পরিচ্ছন্নতা, পরিষেবা এবং যোগাযোগের ব্যবস্থার নিরিখে মোট ৭৩টি শহরে এই সমীক্ষাটি চালানো হয়। তাতে দু’টি ক্যাটাগরি রাখা হয়। সবচেয়ে স্বচ্ছ শহর কোনগুলি আর সবচেয়ে নোংরা শহর।
স্বচ্ছ শহর : ভারতের স্বচ্ছতার নিরিখে প্রথম স্থানে কর্নাটকের মাইসুরু, দ্বিতীয় স্থানে রয়েছে চণ্ডীগড়, তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ুর তিরুচিরাপল্লি, নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল রয়েছে চতুর্থ স্থানে, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম রয়েছে পঞ্চম স্থানে, ষষ্ঠ স্থানে রয়েছে গুজরাতের সুরাত, সপ্তম স্থানে গুজরাতের রাজকোট, অষ্টম স্থানে সিকিমের গ্যাংটক, নবম স্থানে পিম্প্রি, মহারাষ্ট্র, গ্রেটার মুম্বাই দশম স্থানে।
নোংরা শহর : ভারতের সবচেয়ে নোংরা শহরের তকমা পেল ঝাড়খণ্ডের ধানবাদ, দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গের আসানসোল, তৃতীয় স্থানে রয়েছে অরুণাচল প্রদেশের ইটানগর, চতুর্থ স্থানে রয়েছে বিহারের পটনা, পঞ্চম স্থানে উত্তরপ্রদেশের মেরঠ, ষষ্ঠ স্থানে ছত্তীসগঢ়ের রায়পুর, সপ্তম স্থানে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ, অষ্টম স্থানে ঝাড়খণ্ডের জামশেদপুর, নবম স্থানে উত্তরপ্রদেশে বারাণসী, দশম স্থানে মহারাষ্ট্রের কল্যাণ।
১৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস