আন্তর্জাতিক ডেস্ক : এবার সৌদি আরবকে সরাসরি হুমকি দিল শিয়া শাসিত ইরাক। রিয়াদ যখন তার মিত্র ২০টি দেশ সামরিক মহড়ার প্রস্তুতি নিচ্ছে ঠিক সেই সময় প্রতিবেশি এই হুঁশিয়ারি উচ্চারণ করল।
ইরাকের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটির সদস্য আদনান আল আসাদি বলেছেন, মহড়া চলাকালে ইরাকের আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটলে সৌদি বিমান ভূপাতিত করা হবে।
তিনি আরও বলেছেন, আমাদের সীমান্তে সৌদি সামরিক বাহিনীর তৎপরতা নজরদারি করতে একদল ইরাকি সেনা মোতায়েন করা হয়েছে। তারা সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছে।
এর আগে ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হলে সৌদি সেনাদের গোরস্তানে পাঠানো হবে।
ইরাক সীমান্তে সৌদি নেতৃত্বে যে মহড়া শুরুর কথা রয়েছে, তাতে সৌদি আরবের সঙ্গে আরও ২৫টি দেশের সেনাবাহিনী অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে।
১৬ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস