আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সুন্নি সৌদি আরব এবং তুরস্ককে প্রতিহত করার ইঙ্গিত দিয়েছে শিয়া ইরান। সিরিয়ায় যৌথ সামরিক অভিযান চালাতে প্রস্তুত রয়েছে বলে খবর প্রকাশিত হওয়ার পর দেশটির স্বৈরশাসক বাশার আল আসাদের পক্ষে দাড়ানোর ঘোষণা দিল ইরানি বিমান বাহিনী।
ইরানের খাতামুল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফারজাদ ইসমাইলি বলেছেন, দামেস্ক আহ্বান জানালে সিরিয়ার আকাশসীমা রক্ষায় প্রস্তুত রয়েছে ইরানি বিমান বাহিনী।
বিদ্রোহীদের বিরুদ্ধে সিরিয়ার সরকার ও জনগণের পাঁচ বছরের লড়াইয়ের প্রশংসা করেছেন তিনি। জেনারেল ইসমাইলি বলেন, দামেস্কের অনুমতি ছাড়া সিরিয়ার মাটিতে যেকোনো সামরিক উপস্থিতিই পরাজিত হবে।
তিনি আরো বলেন, সিরিয়ার মাটিতে সেনা উপস্থিতির বদলে ইয়েমেনে আগ্রাসন এবং গণহত্যা বন্ধ করা উচিত রিয়াদের।
২০১৫ সালের ২৬ মার্চ থেকে শুরু হওয়া এ আগ্রাসনে ইয়েমেনে অন্তত ৮,২০০ লোক নিহত এবং ১৬ হাজারের বেশি আহত হয়েছে।
১৬ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস