মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:৪৭:০৯

‘আমি কেবল দলের নয়, সারা দেশের প্রধানমন্ত্রী’

‘আমি কেবল দলের নয়, সারা দেশের প্রধানমন্ত্রী’

আন্তর্জাতিক ডেস্ক : কেবল বিজেপি দলের নয়, সারা দেশের নেতা হিসাবে কাজ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সর্ব্বদলীয় বৈঠকে বিরোধীদের আশ্বস্ত করে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু মন্তব্য করাই নয়, আসন্ন অধিবেশনে জেএনইউ নিয়ে বিরোধীদের মতামত গুরুত্ব দিয়ে শোনার আশ্বাসও দেন তিনি।

সূত্রের খবর, আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে সংসদে নরেন্দ্র মোদি সরকারের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। সেই অধিবেশনের আগে মঙ্গলবার সর্ব্বদলীয় বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী। বৈঠকের শুরুতেই জেএনইউ কাণ্ডে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানায় কংগ্রেস। যারা সংবিধান মানে না বা দেশের সংহতির বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। এর জবাবে বিরোধীদের আশ্বস্ত করে নরেন্দ্র মোদী বলেন, ‘আমি কেবল দলের নয়, সারা দেশের প্রধানমন্ত্রী। সারা দেশের নেতা হিসাবেই কাজ করব। আমরা এই বিষয়ে বিরোধীদের সমস্ত প্রশ্নের জবাব দেব।’

সংসদে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হবে এবং পরিস্থিতি অনুকূলে যাবে বলেও তার আশা। বৈঠকের শেষে প্রধানমন্ত্রীর সুরে সংসদীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু সাংবাদিকদের জানান, জেএনইউ নিয়ে সংসদে আলোচনা হবে। আলোচনার মধ্য দিয়ে তদন্তের পথ বেরোতে পারে বলেও আশাবাদী তিনি। এদিন সর্ব্বদলীয় বৈঠকে আসন্ন বাজেট অধিবেশনে সংসদ সুষ্ঠু রাখার ব্যাপারে বিরোধীদের সহযোগিতার আবেদনও জানান প্রধানমন্ত্রী।
১৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে