মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৩৫:৫৭

মারা গেলেন জাতিসংঘের সাবেক মহাসচিব

মারা গেলেন জাতিসংঘের সাবেক মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের সাবেক মহাসচিব বুত্রোস বুত্রোস-ঘালি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। মিশরের রাজধানী কায়রোর একটি হাসপাতালে আজ তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতি রাফায়েল দ্যারিও র‍্যামিরেজ ক্যারেনো বুত্রোস-ঘালির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

মিশরের নাগরিক ঘালি ছিলেন জাতিসংঘের সর্বোচ্চ পদে আসীন প্রথম আরব কূটনীতিক। পারস্য উপসাগরীয় যুদ্ধ বন্ধে জাতিসংঘের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে এ বিশ্ব সংস্থার প্রভাব বৃদ্ধির সময়ে ১৯৯২ সালে জাতিসংঘ মহাসচিবের দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। ১৯৯৬ সালের ৩১ ডিসেম্বর তার পাঁচ বছরের মেয়াদ শেষ হলে ঘানার নাগরিক কোফি আনান জাতিসংঘের পরবর্তী মহাসচিবের দায়িত্ব গ্রহণ করেছিলেন।

বুত্রোস বুত্রোস-ঘালির মৃত্যুর খবর পাওয়ার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। ১৯২২ সালের ১৪ জানুয়ারি কায়রোর একটি কপটিক খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন বুত্রোস বুত্রোস-ঘালি। তার দাদা বুত্রোস-ঘালি ছিলেন মিশরের তৎকালীন প্রধানমন্ত্রী। ১৯০৮ সালে বুত্রোস-ঘালি মিশরের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯১০ সালে আততায়ীর গুলিতে নিহত হওয়ার আগ পর্যন্ত তিনি ওই পদে অধিষ্টিত ছিলেন।
১৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে