মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৪৭:০০

হজে যাচ্ছে টেক্সাসের সেই মুসলিম ঘড়িবালক

হজে যাচ্ছে টেক্সাসের সেই মুসলিম ঘড়িবালক

আন্তর্জাতিক ডেস্ক : হজে যাচ্ছে যুক্তরাষ্ট্রে আলোড়ন সৃষ্টিকারী টেক্সাসের সেই ১৪ বছর বয়সী মুসলিম ঘড়িবালক আহমেদ মোহাম্মদ।  যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আগামীকাল বুধবার জাতিসংঘের বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাতের পর সৌদি আরবের মক্কার উদ্দেশ্যে রওনা দেবে সে।

আহমেদ মোহাম্মদের বাবা মোহাম্মদ আল হাসান মোহাম্মদ গত সোমবার ডালাস মর্নিংকে এ কথা জানান।

মোহাম্মদ আল হাসান জানান, আহমেদ মোহাম্মদকে এখন কোন স্কুলে ভর্তি করা হবে সিদ্ধান্ত হয়নি।  পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ায় সেই ভয় এখনো কাটিয়ে উঠতে পারেনি সে।  ঠিকমতো ঘুমাতেও পারছে না সে।

তিনি জানান, ম্যাকআর্থার হাইস্কুলে আর যেতে চাচ্ছে না আহমেদ।  স্কুলে অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনার শিকার হওয়ার পর মানসম্পন্ন অনেক স্কুলই তাকে ভর্তির আগ্রহ দেখিয়েছে।  কিন্তু এখনো পারিবারিকভাবে সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়নি।  চিন্তা-ভাবনা চলছে।  তবে মক্কা থেকে ফিরেই সিদ্ধান্ত নেয়া হবে।  ওই সময় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তারা দেখা করবেন বলেও জানিয়েছেন মোহাম্মদ আল হাসান মোহাম্মদ।

টেক্সাস অঙ্গরাজ্যের আর্ভিং শহরের ম্যাকআর্থার হাইস্কুলের নবম গ্রেডের ছাত্র ছিল আহমেদ।  বাড়িতে তার তৈরি করা ঘড়িকে বোমা ভেবে যে ঘটনা ঘটিয়েছেন স্কুল শিক্ষকরা তা নিয়ে বিশ্বে নিন্দার ঝড় ওঠে।  
২২ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে