আন্তর্জাতিক ডেস্ক : সাহারা মরুভূমিতে অস্বাভাবিক বৃষ্টিপাতের ফলে সবুজের চিহ্ন ফুটে উঠেছে। মহাকাশ থেকে ধারণ করা ছবিতেও এটি স্পষ্ট হয়েছে।
সম্প্রতি স্যাটেলাইট থেকে তোলা ছবিতে সাহারা মরুভূমির দক্ষিণাঞ্চলে বিশাল এলাকাজুড়ে সবুজ হওয়ার প্রমাণ মিলেছে। ওই অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে এ বছর।
অতিবৃষ্টির জেরে বন্যাও দেখা দিয়েছিল। বিজ্ঞানীরা বলছেন, জীবাশ্ম জ্বালানি ব্যবহারের কারণে বৈশ্বিক উষ্ণতা বেড়ে পরিবেশগত পরিবর্তন আসছে।
আফ্রিকার বিষুবরেখার উত্তরাঞ্চলে বৃষ্টিপাত সাধারণত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি পায়। এ সময় পশ্চিম আফ্রিকায় মৌসুমি বায়ু গতি পায়।
অন্যান্য বছর উত্তর আফ্রিকায় বর্ষা সবচেয়ে বেশি হলে সাহারা অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাত এবং পরবর্তী সময়ে গাছপালাও বৃদ্ধি পায়।
অন্যান্য বছরের তুলনায় বৃষ্টিপাতের এলাকা চলতি বছরের জুলাইয়ের মাঝামাঝি থেকে সাহারা অঞ্চলে অনেকটাই উত্তর দিকে সরে গেছে। এমনকি নাইজার, চাদ, সুদান, লিবিয়াসহ সাহারা মরুভূমিতে ঝোড়ো হাওয়া বিরাজ করেছে। জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডলীয় প্রশাসনের (এনওএএ) জলবায়ু পূর্বাভাস কেন্দ্র এ তথ্য জানিয়েছে।
তাদের তথ্য মতে, অন্যান্য বছরের তুলনায় এ বছর সাহারা মরুভূমির উত্তরাঞ্চল অন্যান্য বছরের তুলনায় ছয় গুণ বেশি ভেজা ছিল।
জার্মানির লাইপজিগ ইউনিভার্সিটির জলবায়ু গবেষক কারস্টেন হাউস্টেইনের মতে, মরু অঞ্চলে এই অদ্ভুত পরিবর্তনের দুটি সম্ভাব্য কারণ রয়েছে। এল নিনো থেকে লা নিনোতে রূপান্তরের প্রভাব পড়েছে সেখানে। ফলে বৃষ্টিপাতের এলাকা অনেকটাই স্থান পরিবর্তন করেছে। এল নিনোর প্রভাবে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত গরম লাগে এবং লা নিনো এর উল্টোটির কারণ। এ ছাড়া বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিও সাহারা মরুভূমি সবুজ হওয়ার আরেকটি কারণ।
কারস্টেন হাউস্টেইন বলেন, পৃথিবী যত বেশি উষ্ণ হবে, দিনের পর দিন সাহারায় তত সবুজায়ন হবে। চলতি বছরের জুনে নেচার জার্নালে প্রকাশিত একটি গবেষণার ফলাফলে বলা হয়েছে, আগামী কয়েক দশকে সাহারা সবুজ হতে থাকবে। শুধু মরুভূমি সবুজায়নেই বিষয়টি সীমাবদ্ধ থাকবে না। আফ্রিকার দেশগুলোকে বড় ধরনের মূল্য চুকাতে হতে পারে এ জন্য। এসব অঞ্চলে বৃষ্টিপাতেও বড় ধরনের তারতম্য হওয়ার সম্ভাবনা রয়েছে।
জাতিসংঘ জানিয়েছে, চলতি বছরের গ্রীষ্মে চাদে বন্যায় ১৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৩৪০ জনের প্রাণহানি ঘটেছে। সিএনএনের আগে জানিয়েছে, নাইজেরিয়ায় বন্যায় হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। দেশটিতে বন্যার জেরে ২২০ জনের বেশি মানুষ মারা গেছে।
সুদানে গত আগস্টের শেষের দিকে বন্যায় ১৩২ জনের মৃত্যু হয়েছে এবং ১২ হাজারের বেশি ঘরবাড়ি ভেঙে গেছে। আবহাওয়া পরিবর্তনের অন্যতম প্রমাণ এসব বন্যা। আবহাওয়া উষ্ণ হওয়ার ফলে আগামী দিনে সাহারা মরুভূমি এলাকায় গ্রীষ্মকালে আরো বড় ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল হয়ে উঠছে। এতে বড় ধরনের বন্যারও সম্ভাবনা দেখা দিচ্ছে। তবে সাহারা মরুভূমি ঘন অরণ্যে পরিণত হতে দীর্ঘ সময়ের প্রয়োজন হবে। সূত্র : সিএনএন