বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:০১:১৫

৭ প্রেমিকার আবদার মেটাতে গিয়ে শ্রীঘরে রোমিও

৭ প্রেমিকার আবদার মেটাতে গিয়ে শ্রীঘরে রোমিও

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্র প্রদেশের ওমপ্রকাশ গঙ্গনাথ পেশায় একজন সিঁদেল চোর। তার রয়েছে ৭টি প্রেমিকা। আর এই প্রেমিকাদের আবদার মেটাতেই চুরির পথ বেছে নিয়েছিলেন আলোচিত এই যুবক। কিন্তু কথায় আছে ‌‘চোরের দশদিন আর গৃহস্থের একদিন’। তাই হলো এই এই ৭প্রেমিকার এক প্রেমিকের ক্ষেত্রে। চুরি করতে গিয়ে ধরাও খেলেন। এখন তিনি আছেন শ্রীঘরে।

এই আলোচিত প্রেমিকটিকে উত্তরপ্রদেশের মানকপুর শহরের কাছে বুলধনা জেলার বোখেদ গ্রাম থেকে সম্প্রতি গ্রেফতার করেছে মহারাষ্ট্র পুলিশ। তার বিরুদ্ধে মোট ৯টি চুরির মামলা দায়ের হয়েছে। তার কাছ থেকে ১৭টি মোবাইল ফোন ও নগদ সাড়ে চার লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বিলাসবহুল জীবনযাপনের স্বপ্ন পূরণের জন্য চুরিবিদ্যায় হাত পাকায় ওমপ্রকাশ। মদ্যপানে আসক্ত এই যুবকের ৭ জন প্রেমিকা। তাদের খুশি করতে নিত্যনতুন উপহার দিত ওমপ্রকাশ।

ছত্রিশগড়, মধ্যপ্রদেশ, ওয়ার্ধা, ভূসাওয়াল ও পুনেতে চুরির পর কয়েকদিন আগে বাড়ির কাছে মাকনপুরের কয়েকটি বাড়িতে চুরি করে ওমপ্রকাশ। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে অভিযোগ থাকা সত্বেও উপযুক্ত প্রমাণের অভাবে ধরতে পারছিল না পুলিশ কর্তৃপক্ষ। সম্প্রতি এসিপি সোমনাথ ওযাঘচৌরের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করে। আর এই টিমের হাতেই ধরা পড়ে আলোচিত এই সিঁদেল চোর।
১৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে