আন্তর্জাতিক ডেস্ক : ভারত থেকে বাংলাদেশে ভ্রমণ করতে চান? ভাবছেন খরচা নিয়ে? একদম ভাববেন না। মাত্র ২৫ টাকা খরচা করেই বেড়িয়ে যান বাংলাদেশ থেকে। ভাবছেন এ আবার কি করে সম্ভব! অবশ্যই সম্ভব। তাহলে বলছি শুনুন।
মাত্র পনের টাকায় ভাড়া পরিশোধ করে ভারতের শিলিগুড়ি থেকে অটো করে ফুলবাড়ি আসতে পারবেন। অার এখান থেকে আরও ১০ টাকা ভাড়ায় রিক্সা করে আসতে পারবেন বাংলাদেশ সীমান্তে। এই তো হয়ে গেল ২৫ টাকায় বাংলাদেশে আসা। আগামী বৃহস্পতিবার থেকে এই সুবিধা উপভোগ করতে পারবেন আপনিও। এ দিন থেকে খুলে দেওয়া হবে শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ি-বাংলাবান্ধা সীমান্ত।
ভারতের আনন্দ বাজারের এক প্রতিবেদনে জানানো হয়, কাগজপত্র ও পরিচয় ঠিক থাকলে সারাদিন বাংলাদেশ ঘুরে দিব্যি সন্ধ্যার আগে নিজ শহরে ফিরতে কোনো বাধা থাকবে না। শুধু শিলিগুড়ি নয় আন্তর্জাতিক তিনটি দেশ ও ভবিষ্যতে নাথুলা খুলে গেলে মোট চারটি দেশের সঙ্গে করিডোর হিসেবে শিলিগুড়ির গুরুত্ব বৃদ্ধি পাবে। এছাড়া শিলিগুড়ি ও দার্জিলিং পাহাড়ের শিক্ষাকেন্দ্রগুলোতে বাংলাদেশের শিক্ষার্থীদের আরো বেশি যোগ দানের আশা করছে তারা।
শিলিগুড়ি পুলিশের ডিসি সদর ইন্দ্র চক্রবর্তী জানিয়েছেন, ‘আমাদের কাছেও ১৮ ফেব্রুয়ারি সীমান্ত খুলে যাচ্ছে বলে খবর এসেছে। তবে সরকারিভাবে এখনো কোনো নির্দেশ আসেনি। তবে আমরা প্রস্তুতিতে কমতি রাখতে চাইছি না।’
১৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন