বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০১:৫৪:২১

কানাডায় নিখোঁজ চার হাজার নারী, বাড়ছে উদ্বেগ ও উৎকণ্ঠা

কানাডায় নিখোঁজ চার হাজার নারী, বাড়ছে উদ্বেগ ও উৎকণ্ঠা

আন্তর্জাতিক ডেস্ক : গত বছর কানাডায় নারী অপহরণ ও খুনের ঘটনা বেড়েছে বলে দাবী করেছেন দেশটির সরকার। আর একটি সংস্থা দাবী করেছে দেশটিতে গত বছর চার হাজার নারী নিখোঁজ হয়েছে।

গত বছরের দেশটির এক পূর্বাভাসে বলা হয়েছিল, দেশটিতে এবছর ১২শ’ নারী অপহরণ এবং খুনের শিকার হতে পারে। কিন্তু ন্যাটিভ ওমেন্স অ্যাসোসিয়েশন অব কানাডা (এনডব্লিউএসি) আশঙ্কা প্রকাশ করে জানায়, গত বছর দেশটিতে প্রায় চার হাজার নারী নিখোঁজ হয়েছে।

দেশটির সরকারকে এ ব্যাপারে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। সর্বাপেক্ষা গুরুত্ব দিয়ে এ বিষয়ে তদন্ত করা হবে বলে জানানো হয়। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ বিষয়ে প্রচারণা বাড়ানোর তাগিদ দিয়েছেন।

২০১৪ সালে রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশের প্রতিবেদনে বলা হয়েছিল, ২০১৫ সালে দেশটিতে ১২শ’ নারী অপহরণ এবং খুনের ঘটনা ঘটতে পারে। কিন্তু বছর শেষে হিসাবে দেখা গেছে নিখোঁজ নারীদের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে।

গত বছরের এপ্রিলে বিবিসির এক তদন্ত প্রতিবেদনে দেখা যায়, কয়েক ডজন কানাডিয়ান নারীর কোন খোঁজ মিলছে না। পরে এদের বেশিরভাগেই মরদেহ মিলেছে নদীতে।
১৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে