আন্তর্জাতিক ডেস্ক : ভারতে চালু করা হল পিতৃত্বকালীন ছুটি। এ খবর পুরুষদের জন্য নিঃসন্দেহে সুখবর বটে। কলকাতা সরকার এ ছুটি নির্ধারণ করেছেন। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে এমনই ঘোষণা করলেন।
সামনেই বিধানসভা ভোট। আর তার আগে সরকারি কর্মচারীদের জন্য কল্পতরুর রূপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে মহার্ঘ্য ভাতা বকেয়া বাড়তে থাকলেও, নতুন বেতন কমিশন চালু না হলেও বিভিন্ন অস্থায়ী কর্মীদের জন্য একগুচ্ছ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
তবে সব থেকে বড় খবর, পুরুষরাও এবার সন্তানের জন্মের জন্য ছুটি পাবেন। এত দিন রাজ্যে কোনও পিতৃত্বকালীন ছুটির কোনও ব্যবস্থা ছিল না। এবার তা চালু হল। একেবারে ৩০ দিনের ছুটি।
এছাড়াও সিভিক পুলিশের স্বাস্থ্য বিমা, অস্থায়ী কর্মীদের স্থায়ী না করা হলেও তারা এবার থেকে ৬০ বছর পর্যন্ত চাকরি করতে পারবেন। বেতনও বাড়ানো হল। স্বাস্থ্য বিমা পাবেন আশা কর্মীরাও। এতদিন অস্থায়ী কর্মীদের বেতন বাড়ত ৫ বছর পর পর। এবার ৩ বছর অন্তর বাড়বে বেতন।
১৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন