আন্তর্জাতিক ডেস্ক : নগদ ২৫ লাখ টাকা নিয়ে পালাল ব্যাংকের ক্যাশিয়ার। ঘটনাটি ঘটেছে বাগুইআটির (৪৪ নম্বর বাসস্ট্যান্ডের কাছে) স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)-র শাখায়। সেই ক্যাশিয়ারের নাম সুমন্ত সরকার। সে ভারতের কলকাতার মধ্যম গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, ব্যাংকের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, টাকার বান্ডিল ব্যাগে ভরছে অভিযুক্ত ক্যাশিয়ার। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
ব্যাংকের কর্মীরা জানিয়েছেন, মঙ্গলবার দুপুর ১২টার দিকে সুমন্ত নামে ওই ক্যাশিয়ার ম্যানেজারকে বলে, তার ভাইয়ের বড়সড় দুর্ঘটনা ঘটেছে। এখনই বাড়ি যেতে হবে। ম্যানেজার তাকে ছুটি দিয়ে দেন। ক্যাশের ড্রয়ারে তালা দিয়ে বেরিয়ে যায় সুমন্ত। বলে যায়, বিকেলেই ফিরবে। এরপর সন্ধা পর্যন্ত অপেক্ষা করার পরও সুমন্তের কোনো খোঁজ খবর না পেয়ে তার মোবাইলে ফোন করা হয়। কিন্তু তখন ফোন সুইচড বন্ধ পাওয়া যায়।
ব্যাংকের কর্মীরা এরপর সুমন্তর বাড়িতে ফোন করেন। বাড়ির লোক জানায়, সুমন্ত বাড়িতে যায়নি। ট্রেনিং আছে আছে বলে সোমবার সকালে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাতেও বাড়ি ফেরেনি সে। পুলিশে নিকট এই খবর জানানো হয়। পুলিশ তখন সুমন্তের লকারের তালা ভাঙে। হিসেব মতে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ওই লকারে মোট ২৭ লাখ টাকা জমা পড়েছিল। দেখা যায়, তার মধ্যে ২৫ লাখ টাকা লকারে নেই। মাত্র লাখ টাকা রয়েছে সেখানে। ম্যানেজার-সহ ব্যাংকের অন্যান্য কর্মীদের অভিযোগ, সুমন্তই ওই টাকা নিয়ে পালিয়েছে।
বাগুইআটি থানার পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা গিয়েছে, বেরনোর আগে ব্যাগে টাকা ভরছে সুমন্ত। তার খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।
১৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই