বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:১৯:৫৩

চীন-পাকিস্তানের সঙ্গে মহড়ায় যোগ দিল ভারত

চীন-পাকিস্তানের সঙ্গে মহড়ায় যোগ দিল ভারত

আন্তর্জাতিক ডেস্ক : চীন ও পাকিস্তানের সঙ্গে একযোগে সামরিক মহড়ায় চালাচ্ছে ভারত। থাইল্যান্ডে চলমান 'কোবরা গোল্ড' নামের এ মহড়ায় ৩৫টি দেশ যোগ দিয়েছে। মহড়ায় যোগ দেয়ার জন্য ১২ সদস্যের সেনাবাহিনীর একটিদল পাঠিয়েছে ভারত।

ভারতের সেনাবাহিনীর প্রকৌশল এবং সেবা কোরের সেনাসদস্যরা পর্যবেক্ষক হিসেবে এ মহড়ায় অংশ নিচ্ছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে দেশটির একটি ইংরেজি দৈনিক। খবরে বলা হয়েছে, চলতি বছরের মহড়ায় আমেরিকা, ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং দক্ষিণ কোরিয়াসহ ৩৫টি দেশের আট হাজারের বেশি সেনাসদস্য অংশ নিচ্ছে। চলতি বছরের মহড়ার প্রতিপাদ্য হলো 'মানবিক সহায়তা, দুর্যোগ ও ত্রাণ'।

কোবরা গোল্ডকে এশিয়ার সবচেয়ে বড় বহুজাতিক সামরিক মহড়া বলে অভিহিত করা হয়েছে। গত মাসের ২০ তারিখ থেকে শুরু হওয়া এ মহড়া আগামীকাল শেষ হওয়ার কথা রয়েছে।
১৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে