বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:৩১:৪৪

রণপ্রস্তুতি শেষ, যে কোন সময় হামলা শুরু করবে তুর্কি বাহিনী

রণপ্রস্তুতি শেষ, যে কোন সময় হামলা শুরু করবে তুর্কি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় সরাসরি সামরিক হামলা চালানোর রণপ্রস্তুতি নিয়েছে তুরস্ক। এজন্য সিরিয়া সীমান্তে দেশটির দক্ষিণে কিলিস শহর ও আলেপ্পো-গাজিয়ানতেপ মহাসড়কের কাছে তুর্কি সেনা সমাবেশ ঘটানো হয়েছে। সেই সঙ্গে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে।

বিদ্রোহীদের হাত থেকে আলেপ্পোর পতন ঠেকাতে ওই অঞ্চলে আরো সামরিক সরঞ্জাম ও সেনা পাঠোন ঘোষণা দেয়া হয়েছে। লাতাকিয়া অঞ্চলেও একই ব্যবস্থা নিয়েছে তুর্কি সরকার। তুরস্কের দুকান বার্তা সংস্থা এ খবর দিয়েছে।

আইএসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সম্প্রতি তুরস্ক ও সৌদি আরব সিরিয়ায় সেনা পাঠানোর প্রস্তুতির কথা ঘোষণা করেছে। তবে সিরিয়া, রাশিয়া ও ইরান এ ঘোষণার বিরোধিতা করে বলেছে, সিরিয়ায় কোনো সেনা পাঠালে তাকে যুদ্ধ ঘোষণার শামিল বলে গণ্য করা হবে।

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম বলেছেন, সৌদি ও তুরস্ক সেনা পাঠালে তাদের কফিন গ্রহণের জন্য শুধু অপেক্ষা করতে হবে।
১৮ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে