আন্তর্জাতিক ডেস্ক : কেনিয়া থেকে এবার প্রায় ৪,৫০০ মুসলমান হজ করছেন। এবারই দেশটি থেকে সর্বোচ্চ সংখ্যক লোক হজ করছেন। এদের মধ্যে এক বর্ষীয়ান ব্যক্তি আছেন। তিনি ১৫ বছরের সঞ্চয় দিয়ে হজ করছেন। তার নাম আবদি মোহাম্মদ।
৬২ বছর বয়সী আবদি মোহাম্মদ বলেন, আমি প্রতিজ্ঞা করেছিলাম, মরার আগে মক্কায় যাব। সে জন্য আসতলেগে মশলা বিক্রি শুরু করি। বেচাবিক্রি সবসময় ভালো ছিল না। অনেক সময় না খেয়ে থেকেছি, কিন্তু সঞ্চয় থেকে একটা পয়সাও খরচ করিনি।
তিনি বলেন, ইসলামের পাঁচ স্তম্ভের একটি হজ। আমি নিশ্চিত ছিলাম, একদিন হজে যেতে পারবই। আল্লাহ আমাকে সেই পথ দেখিয়েছেন।
মোহাম্মদ বলেন, যখন তরুণ ছিলাম, তখন থেকেই সঞ্চয় শুরু করি। এখন বুড়ো বয়সেও সঞ্চয় অব্যাহত রেখেছি। এমন অনেক লোককে চিনি, যাদের বয়স ৭০ হয়ে গেছে, কিন্তু এখনো সঞ্চয় চালিয়ে যাচ্ছেন।
কেনিয়া হজ মিশনের ভাইস চেয়ারম্যান শরিফ হোসাইন বলেন, সৌদি কর্তৃপক্ষ এবার তাদের বেশ সহযোগিতা করেছে। এ কারণেই এত বেশি লোককে হজে পাঠানো সম্ভব হয়েছে।
হাসান ওমর নামের একজন নাইরোবিতে বার্তা সংস্থা আনাদলু এজেন্সিকে বলেন, তিনি হজকে ধর্মীয় বাধ্যবাধকতাপূর্ণ দায়িত্ব হিসেবে দেখেন। দুই বছর ধরে তিনি সঞ্চয় করছেন। এবার হজে যাওয়ার মতো অর্থ জমিয়ে ফেলেছিলেন তিনি, কিন্তু কোটা না থাকায় এবার হজ করতে পারলেন না।
২২ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম