আন্তর্জাতিক ডেস্ক: উৎসবের মরসুমে নতুন 5G Smartphone কিনতে চাইছেন এবং বাজেট 10 হাজার টাকার কম? তবে এই খবর আপনার জন্য। আসলে Samsung Galaxy A14 5G ফোনটি Flipkart বিগ শপিং ফেস্টিভ সেলে 5000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে।
10,000 টাকার কম দামে এটি একটি ভাল 5G ফোন বিকল্প হতে পারে। এই ফোনে 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি রয়েছে। আসুন জেনে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি এ14 5জি ফোনে কত টাকা ডিসকাউন্ট এবং অফার পাওয়া যাবে।
5000 টাকা সস্তায় Samsung Galaxy A14 5G কেনার সুযোগ
গ্যালাক্সি এ14 5জি ফোনের 4 জিবি RAM এবং 128 জিবি স্টোরেজ মডেলের দাম সম্প্রতি 2000 টাকা কমানো হয়েছিল। দাম কম হওয়ার পর ফোনটি মাত্র 14,999 টাকায় বিক্রি হচ্ছিল। কিন্তু এখন এই ফোনটি ফ্লিপকার্ট সাইটে 5000 টাকা সোজা ছাড়ে বিক্রি হচ্ছে। ছাড়ের পর এটি মাত্র 9999 টাকায় কেনা যাবে।
শুধু তাই নয়, কোম্পানি গ্রাহকদের ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফারও দিচ্ছে। যার পরে ফোনটি আরও কম দামে আপনার হতে পারে।
স্যামসাং গ্যালাক্সি এ14 5জি ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে
ফিচারের কথা বললে, গ্যালাক্সি এ14 5জি ফোনে 6.6-ইঞ্চির ফুল HD+ LCD প্যানেল দেওয়া। এটি অক্টা-কোর প্রসেসরে কাজ করে।
samsung galaxy a14 5g
ফটোগ্রাফির ক্ষেত্রে এতে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকছে। এটি 50MP প্রাইমারি সেন্সর সহ 2MP ম্যাক্রো ক্যামেরা এবং 2MP ডেপথ ক্যামেরা পেয়ার করা। সেলফি তোলার জন্য এতে 13MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া। পাওয়ার দিতে ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে। এটি 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।